ঘরের মাঠে মোহামেডানকে হারালো কিংস

ঘরের মাঠে মোহামেডানকে হারালো কিংস

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবারের (১২ ডিসেম্বর্) ম্যাচটিতে ছিল ভিন্ন আবহ। শুরুতেই আক্রমণের ঝড় তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বসুন্ধরা কিংস। দ্রুত গোল পাওয়ায় আত্মবিশ্বাস বাড়লেও প্রথমার্ধেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মোহামেডান। তবে সুযোগ সৃষ্টি করেও ফিনিশিং দুর্বলতায় পিছিয়ে পড়ে কালো-সাদা দলটি। শেষ পর্যন্ত গতি আর দক্ষতায় এগিয়ে থাকা কিংসই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং তুলে নেয় দারুণ এক জয়। বসুন্ধরা কিংস ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান আরও দৃঢ় করলো মারিও গোমেজের শিষ্যরা। 

অন্যদিকে মোহামেডান ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই থাকলো।

গত মৌসুমে একই প্রতিপক্ষের কাছে দুই ম্যাচেই হেরে শিরোপা হাতছাড়া করেছিল বসুন্ধরা কিংস। সেই আক্ষেপের ক্ষতে প্রলেপ দিতেই যেন নতুন মৌসুমে প্রথম দেখায় মাঠে নামে তারা। শুরুটা আসে ১৫ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের নিখুঁত ক্রসে বক্সের ভেতর রাকিব হোসেনের হালকা টোকা মোহামেডান রক্ষণভাগকে নিস্তব্ধ করে দেয়।

এরপর মোহামেডান পিছিয়ে পড়লেও মাথানত করেনি। প্রথমার্ধের মাঝামাঝি বোয়াটেংয়ের সামনে তৈরি হয় সুবর্ণ সুযোগ। মাহবুবের দারুণ ক্রসে বল পায়ে লাগাতে মাত্র এক পা দূরে ছিলেন ঘানার এই ফরোয়ার্ড। কিন্তু বল তার ছোঁয়া এড়িয়েই বেরিয়ে গেলে হতাশায় ডোবে অতিথি শিবির।

বিরতির ঠিক আগে কিংসকে বিপদে ফেলতে পারতেন উজবেক মিডফিল্ডার মুজাফফরভ। তার নেওয়া ফ্রি কিক এবং পরের কর্নারে এলি কেকের হেড দুইবারই চমৎকার দক্ষতায় বাঁচিয়ে দেন কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো। প্রথমার্ধে মোহামেডান বারবার চাপ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি।

দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল কিংসের হাতেই। ৯০ মিনিটের পর যোগ করা সময়ে গোলের দেখা পান ব্রাজিলিয়ান তারকা দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো। সোহেল রানা সিনিয়রের লং পাস থেকে দারুণ নিয়ন্ত্রণে বল নিয়ে মোহামেডান অধিনায়ক মিঠুকে ফাঁকি দিয়ে সামনে এগিয়ে যান তিনি। গোলরক্ষক সুজন হোসেনকে কাটিয়ে অনায়াসেই লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন।

গোলের ঠিক পরেই মাঠের পরিবেশ গরম হয়ে ওঠে। বল ছাড়া পরিস্থিতিতে সোহেল রানা সিনিয়রের মুখে হাত দিয়ে আঘাত করেন মুজাফফরভ। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেফারির দিকে ক্ষোভে ফেটে পড়েন উজবেক এই মিডফিল্ডার। সতীর্থরা কোনোমতে তাকে থামিয়ে ড্রেসিংরুমে নিয়ে যান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS