যুব এশিয়া কাপের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ধারাবাহিক সাফল্যে ভর করে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক সিরিজ জিতে দুর্দান্ত ফর্মে আছে দলটি। এমন অবস্থায় টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়েই দুবাই যাচ্ছে তামিম-জীবনরা।
দলের নেতৃত্বে থাকা অধিনায়ক আজিজুল হাকিম তামিম মনে করেন, পরিকল্পিত প্রস্তুতি, প্রচুর ম্যাচ অভিজ্ঞতা ও দলের স্থিতিশীল পারফরম্যান্স তাদের বড় শক্তি। আজ মঙ্গলবার গণমাধ্যমে তিনি জানান, দলের ওপর এখন সবার আস্থা বেড়েছে, খেলোয়াড়দের অভিজ্ঞতা তাদের আরও পরিপক্ব করেছে।
তামিম বলেন, সাম্প্রতিক সময়ে প্রায় সব সিরিজেই জয় এসেছে তাদের ঝুলিতে, কিছু সিরিজ ড্র হলেও একটিও সিরিজ হারেনি।
অধিনায়ক বলেন, ‘ফলাফল যেমনই হোক, ধারাবাহিকতা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে বলে আমরা বিশ্বাস করি।’
দলের স্কোয়াডে অভিজ্ঞদের উপস্থিতি বাড়ায় টিম কম্বিনেশন আরও শক্তিশালী হয়েছে বলে মত তার। বিশেষ করে বিশ্বকাপ খেলে আসা ইমন ও জীবন দলের অভিজ্ঞতায় আলাদা মাত্রা যোগ করেছেন। তিনি মনে করেন, দীর্ঘ মৌসুমে প্রচুর ম্যাচ খেলার ফলে প্রতিটি ক্রিকেটার চাপ সামলানোর দিক থেকে বেশি পরিণত হয়েছে।
তামিম বলেন, ‘আমরা যেভাবে টানা ম্যাচ খেলেছি, সেটি খুবই ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রায় ৩০টির মতো ম্যাচ খেলায় ছেলেদের ম্যাচ রেডিনেস আগের যেকোনো সময়ের তুলনায় ভালো। অভিজ্ঞ খেলোয়াড় যুক্ত হওয়ায় দল আরও ভারসাম্যপূর্ণ হয়েছে।’
সামনের চ্যালেঞ্জ বড়। গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার আরও একটি শিরোপা জয়ের স্বপ্নে মাঠে নামবে। অধিনায়ক তামিম নিশ্চিত দলের বর্তমান প্রস্তুতি ও আত্মবিশ্বাস থাকলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে পারবে তার দল। দুবাইয়ে শুরু হওয়া এশিয়া কাপেই দেখা যাবে, তামিমের সেই বিশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়।