মোহামেডানের জয়ের দিনে আবাহনীর ড্র

মোহামেডানের জয়ের দিনে আবাহনীর ড্র

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় সাদা-কালোরা ৪-০ গোলে বিধ্বস্ত করে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে। ম্যাচে হ্যাট ট্রি করেছেন স্যামুয়েল বোয়েটাং, অন্য গোলটি এসেছে মুজাফরভের পেনাল্টি থেকে। 

অন্যদিকে মোহামেডানের জয়ের দিনে জয়ে ফেরার আশা জাগিয়েও ফর্টিস এফসির বিপক্ষে গোলশূন্য ড্রয়ে থেমে গেল ঢাকা আবাহনী। 

শনিবার (৬ ডিসেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের এ ম্যাচে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে জমিয়ে খেললেও ফল ছিল শূন্য। তবে ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন দুই গোলকিপার আবাহনীর মিতুল মারমা ও ফর্টিসের সুজন পেরেইরা।

কুমিল্লায় ম্যাচের ৩২ মিনিটে মুজাফরভের পেনাল্টি থেকে এগিয়ে যায় মোহামেডান। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-কালোরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কোচ আলফাজের শিষ্যরা। ৬৭, ৭৭,৮২ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক এবং দলের বড় জয় নিশ্চিত করেন বোয়েটাং। 

এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় আগের ম্যাচে বাংলাদেশ পুলিশকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল আবাহনী। কিন্তু ফর্টিসের গোলে দাঁড়িয়ে থাকা সুজন পেরেইরার স্থিরতা আর আবাহনীর পোস্ট সামলানো মিতুলের দুর্দান্ত পারফরম্যান্স ম্যাচটিতে দুই দলকে গোলবঞ্চিত রাখে। দুইজনই যেন প্রতিপক্ষকে জানান দিলেন তাদের জাল ভেদ করা হবে কঠিন কাজ।

ম্যাচের শুরু থেকেই ফর্টিস ছিল বেশি আক্রমণাত্মক। নবম মিনিটেই কর্নার থেকে তৈরি হয় প্রথম স্পট সুযোগ। মিতুল ফিস্ট করে বিপদ সামাল দিলেও রিবাউন্ড ফরহাদের শট কাজে লাগেনি। ওকাফর, সাজেদ নিঝুম, মিরাজুল পরপর সুযোগ সৃষ্টি করেছেন, কিন্তু পোস্টের বাইরে শট, খারাপ ফিনিশিং এবং মিতুলের দৃঢ়তায় গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ফর্টিস আরও চেপে ধরে। ৪৮ মিনিটে ওকাফরের হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন মিতুল। ৮১ মিনিটে একই খেলোয়াড়ের শক্তিশালী শটও ফেরান তিনি, এবারও সেভ ছিল চোখ ধাঁধানো।

অন্যদিকে আবাহনীর সবচেয়ে বড় সুযোগ আসে ৮৬ মিনিটে। প্রতি আক্রমণে এগিয়ে গিয়ে দিয়াবাতের নিচু শটটি দুর্দান্ত রিফ্লেক্সে রুখে দেন ফর্টিসের নেপালি গোলকিপার সুজান পেরেইরা। ইনজুরি সময়ে ওকাফরের শট বাইরে গেলে ম্যাচটি ভাগ হয়ে যায় দুই দলের মাঝে।

দিনের অন্যান্য ম্যাচে গাজীপুরের ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ পুলিশ এফসি। পঞ্চম রাউন্ড শেষে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকে বসুন্ধরা কিংস। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রহমতগঞ্জ, ৮ পয়েন্ট নিয়ে তিনে ফর্টিস। আর মোহামেডান চতুর্থ স্থানে উঠে এসেছে সাত পয়েন্ট সংগ্রহ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS