যুব হকি বিশ্বকাপে প্রথমবার খেলতেই বাংলাদেশ তৈরি করে ফেলল নিজেদের সাহসী পরিচয়। স্থান নির্ধারণী পর্বে ভারতের মাদুরাইয়ে আজ দক্ষিণ কোরিয়ার মতো নিয়মিত বিশ্বকাপ দলকে ৫-৩ ব্যবধানে হারিয়ে আরেকটি জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজেরা। আর এই জয়ের নায়কও আমিরুল ইসলাম, যিনি আবারও হ্যাটট্রিক করে দলকে সামনে টেনে নিয়েছেন।
দক্ষিণ কোরিয়া যে এ টুর্নামেন্টে বহুবারের অভিজ্ঞ দল তা মাঠে নামার আগেই সবার জানা। অন্যদিকে বিশ্বকাপের নবাগত বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই দলের প্রথম সাক্ষাতে ৩-৩ গোলের ড্র; সেদিনও হ্যাটট্রিক করেছিলেন আমিরুল। এবারও তার জাদুতে পরাস্ত হলো পূর্ব এশিয়ার পরাশক্তি।
ম্যাচের মাত্র দশ মিনিটেই কোরিয়ান ফরোয়ার্ড লি প্রথম আঘাত হানেন। প্রথম কোয়ার্টার শেষে ১-০, এবং ২০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ২-০ দেখে মনে হচ্ছিল ম্যাচটি বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে পরের তিন মিনিট বদলে দেয় সব হিসাব। ২১ ও ২৪ মিনিটে টানা দুই পেনাল্টি কর্নারকে গোলে পরিণত করে সমতায় ফেরান আমিরুল। মধ্যবিরতিতে স্কোরলাইন ২-২।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি স্ট্রোক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল স্কোর ৩-২। কোরিয়া এরপরও সমতা ফেরানোর সুযোগ পেয়েছে, কিন্তু বাংলাদেশি রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় বাঁধা পেরোতে পারেনি। শেষ কোয়ার্টারে ওবায়দুল জয়ের গোল দলকে আরও এগিয়ে দেয়, যদিও দুই মিনিট পর লি-ও তার হ্যাটট্রিক পূর্ণ করেন। আক্রমণে মরিয়া হয়ে ওঠে কোরিয়া। শেষ পাঁচ মিনিটে বারবার চাপ তৈরি করলেও অতিরিক্ত গোল আসেনি। উল্টো যোগ করা সময়ের আগমুহূর্তে রাকিবুল হাসানের দুর্দান্ত শট বাংলাদেশকে এনে দেয় নিশ্চিত জয়।
গ্রুপ পর্বে রাউন্ড অব ১৬-তে উঠতে না পারলেও বাংলাদেশের ছেলেরা দেখিয়েছে বড় লড়াইয়ের মানসিকতা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলের হার, কোরিয়ার সঙ্গে ড্র এবং আগের আসরের রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই। পরে ১৭-২৪তম স্থান নির্ধারণীতে ওমানকে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারানোর পর আজ আরও এক অসাধারণ জয় যোগ হলো তালিকায়। পরশু দিনের ম্যাচ জিততে পারলে ১৭তম হয়ে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ।
সব আলোচনা ছাপিয়ে যে নামটি এখন বিশ্বকাপজুড়ে শিরোনাম সে হলো আমিরুল ইসলাম। মাত্র পাঁচ ম্যাচে ১৫ গোল, তাও চার ম্যাচে হ্যাটট্রিক! ধারাবাহিক পারফরম্যান্সে তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। টানা দুটি ম্যাচে পেয়েছেন ম্যাচ সেরা পুরস্কারও।