আর্থিক অনিয়ম এবং নথি জালিয়াতির অভিযোগে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তার জায়গায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার। ইমরান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার জরুরি বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। এমনকি আবু নাঈম সোহাগের বাফুফে ভবনে প্রবেশে নিষেধাজ্ঞার কথাও জানিয়েছেন বাফুফের সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। পাশাপাশি সোহাগের আর্থিক অনিয়মের তদন্ত করতে ১০ সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।
তিন থেকে ছয় মাসের মধ্যেই স্থায়ী সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে বাফুফে। অন্তর্বর্তীকালীন সময়ে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির গুরত্বপূর্ণ পদটির দায়িত্ব পালন করবেন ইমরান।