কোহলির ১৩৫: শচীনের রাজত্বে হানা, তবে ‘পর্বত’ জয় এখনো বাকি

কোহলির ১৩৫: শচীনের রাজত্বে হানা, তবে ‘পর্বত’ জয় এখনো বাকি

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলির ১৩৫ রানের অনবদ্য ইনিংসটি শুধু ভারতকেই বিপদ থেকে উদ্ধার করেনি, বরং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পরিসংখ্যানগত দ্বৈরথকে নতুন মোড় দিয়েছে। 

এই ইনিংসের সুবাদে ওয়ানডেতে ৫২তম এবং সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩তম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন কোহলি। এর মাধ্যমে তিনি শচীন টেন্ডুলকারের এমন কিছু রেকর্ডের ওপর নিজের দখল শক্ত করলেন, যা একসময় অজেয় মনে করা হতো।

ইতিমধ্যেই ওয়ানডে ক্রিকেটে শচীনের বেশ কিছু বড় রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। সবচেয়ে বড়টি হলো ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা। শচীনের ৪৯ সেঞ্চুরিকে একসময় সর্বোচ্চ সীমা মনে করা হলেও কোহলি এখন ৫২ সেঞ্চুরির মালিক। এর মাধ্যমে কোনো একক ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও এখন তাঁর (টেস্টে শচীনের ৫১ সেঞ্চুরি টপকে)।

চাপের মুখে বা রান তাড়ায় কোহলি নিজেকে শচীনের চেয়েও এগিয়ে রেখেছেন। সফল রান তাড়ায় সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি, সর্বোচ্চ রান এবং সবচেয়ে বেশি ফিফটি প্লাস স্কোরের রেকর্ড এখন কোহলির দখলে। এছাড়া ঘরের মাঠেও ওয়ানডেতে ফিফটি প্লাস স্কোরের দিক দিয়ে তিনি এগিয়ে গেছেন।

দ্রুততম রানের রেকর্ডেও কোহলির আধিপত্য স্পষ্ট। ৮,০০০ থেকে শুরু করে ১৪,০০০ ওয়ানডে রান—প্রতিটি মাইলফলক স্পর্শ করতে তিনি শচীনের চেয়ে কম সময় নিয়েছেন। এছাড়া ২০২৩ বিশ্বকাপে ৭৬৫ রান করে তিনি শচীনের ২০০৩ সালের ৬৭৩ রানের রেকর্ডও ভেঙে দিয়েছেন।

এত কিছুর পরেও শচীন টেন্ডুলকার এমন এক উচ্চতায় বসে আছেন, যা ছোঁয়া কোহলির জন্য এখনো অনেক দূরের পথ। ৩৪,৩৫৭ আন্তর্জাতিক রান নিয়ে শচীন সবার ধরাছোঁয়ার বাইরে, যেখানে কোহলি এখনো ২৭,০০০ রানের ঘরে। শচীনের টেস্ট রান (১৫,৯২১) এবং ওয়ানডে রান (১৮,৪২৬) এখনো নিরাপদ। টেস্টে জো রুট কিছুটা কাছে থাকলেও ওয়ানডে রানের রেকর্ডটি আপাতত অক্ষত মনে হচ্ছে।

এছাড়া দীর্ঘস্থায়ীত্ব ও ইম্প্যাক্টের পরিসংখ্যানে শচীন অপ্রতিদ্বন্দ্বী। ৪৬৩টি ওয়ানডে, ৬৪৬টি আন্তর্জাতিক ম্যাচ এবং বিশ্বকাপে মোট ২,২৭৮ রানের রেকর্ড এখনো তাঁর দখলে। ম্যাচ সেরার পুরস্কারের দৌড়ে (৬২টি ওয়ানডে এবং মোট ৭৬টি) শচীন এগিয়ে থাকলেও কোহলি যেভাবে খেলছেন, তাতে হয়তো এই রেকর্ডটি ভবিষ্যতে ভাঙতে পারে।

রাঁচির ইনিংসের পর এখন আলোচনা আর ‘কোহলি বনাম শচীন’ নিয়ে সীমাবদ্ধ নেই; বরং প্রশ্ন উঠছে—শচীনের কোন রেকর্ডগুলো কোহলি ভাঙতে পারবেন, আর কোনগুলো চিরস্থায়ী হয়ে থাকবে। ওয়ানডে এবং রান তাড়ায় কোহলি রাজা হলেও, মোট রান ও দীর্ঘ ক্যারিয়ারের বিবেচনায় শচীন এখনো ক্রিকেটের সেই বিশাল পর্বত, যার পাদদেশে দাঁড়িয়ে আছেন কোহলি ও রুট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS