মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম শনিবার সাক্ষী হলো লিগের অন্যতম বড় অঘটনের। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাব। নবীন এই দলটির হয়ে জয়ের নায়ক ইরফান হোসেন ও আইভরিকোস্টের ফরোয়ার্ড ওয়াতারা বেন ইবরাহীম।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। তবে বিরতি থেকে ফিরেই পাল্টে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহামেডানের রক্ষণভাগের জটলা কাজে লাগিয়ে বল জালে জড়ান ফকিরেরপুলের ইরফান হোসেন।
গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠা ফকিরেরপুল ব্যবধান বাড়ানোর সুযোগ পায় এর তিন মিনিট পরেই। তবে সে যাত্রায় মোহামেডান গোলরক্ষক সাকিব আল হাসানের সাহসী সেভে রক্ষা পায় সাদা-কালোরা।
মোহামেডানের রক্ষণে চাপ ধরে রেখে ৬১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ফকিরেরপুল। মাঝমাঠ থেকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে সতীর্থ শান্তর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন ওয়াতারা বেন ইবরাহীম।
ম্যাচের ৬৩ মিনিটে ইবরাহীম নিজের দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন, তবে আবারও বাধা হয়ে দাঁড়ান মোহামেডান গোলরক্ষক সাকিব। এরপর মোস্তফা কারাবার দূরপাল্লার শটও রুখে দিয়ে দলের ব্যবধান আর বাড়তে দেননি তিনি।
পুরো ম্যাচে অনেকটা নিষ্প্রভ মোহামেডান ৭৫ মিনিটে কিছুটা জেগে ওঠার চেষ্টা করে। ডানপ্রান্ত দিয়ে আরিফ বল নিয়ে এগিয়ে গেলেও সুবিধাজনক অবস্থানে থাকা সতীর্থ স্যামুয়েল বোয়েটেংকে পাস না দিয়ে নিজেই শট নেন, যা বাইরের জালে লাগে। ইনজুরি সময়ে বার্নার্ড মরিসনও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়ে আলফাজ আহমেদের শিষ্যরা।
দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।
এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মোহামেডানকে পেছনে ফেলে টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে ফকিরেরপুল। সমান পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ড্র করে ৩ নম্বরে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন।
বর্তমানে ৭ পয়েন্ট করে নিয়ে টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। আজ সন্ধ্যায় এই দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে চতুর্থ রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে।