আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে সামনে রেখে দলে শক্তি বাড়াতে পাকিস্তানের দুই ক্রিকেটার শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজকে দলে টেনেছে রাজশাহী ওয়ারিয়র্স। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে ভারতের বিপক্ষে ব্যাটিং শেষে ‘গানশট’ উদযাপনে আলোচনায় আসা ফারহান এবার প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বিপিএলে।
টপ অর্ডারে খেলতে নামা ফারহান পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ। ফরম্যাটটিতে এ পর্যন্ত ৩৪ ম্যাচে ৭টি অর্ধশতকে ৮৩৪ রান করেছেন এই ডানহাতি ব্যাটার, স্ট্রাইক রেট ১২৯.৩০। গত এক বছরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে নিজেদের স্কোয়াডে নিতে আগ্রহী ছিল একাধিক দল, শেষ পর্যন্ত তাকে তুলে নিল রাজশাহী ওয়ারিয়র্স।
দলের আরেক বিদেশি নাওয়াজ অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার হিসেবে পরিচিত। ক্যারিয়ারে ৮৫ টি-টোয়েন্টিতে ১৩৫.৯৮ স্ট্রাইক রেটে ৮৩৯ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮৩ উইকেট। এর আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে তার। খুলনা টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
ফারহান-নাওয়াজের যোগদান রাজশাহীর স্কোয়াডে বাড়তি বৈচিত্র্য ও গভীরতা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। ব্যাটিং এবং স্পিন দুই ভাগেই শক্তি বাড়াতে এই দুই পাকিস্তানি তারকাকে দলে ভরসা করছে দলটি।