সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৭১

সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৭১

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানের লড়াকু সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে আক্রমণাত্মক শুরুর পর মাঝপথে কিছু উইকেট হারালেও নিয়মিত রানের যোগানেই শক্তিশালী স্কোর পায় অতিথিরা।

ইনিংসের শুরুতেই নেতৃত্বের দায়িত্বে থাকা পল স্টার্লিং ঝড় তোলেন। মাত্র ১৪ বলে ২৯ রানের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। তাকে থামান তানজিম হাসান সাকিব। সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে দেন স্টার্লিং।

স্টার্লিংয়ের বিদায়ের পর চাপ সামলে বড় ইনিংস খেলেন টিম টেক্টর। ২৫ বলে ৩৮ রানের দায়িত্বশীল ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। তবে দারুণ এক স্টাম্পিংয়ে তাকে ফেরান লিটন দাস, বোলিংয়ে ছিলেন মাহেদী হাসান।

হ্যারি টেক্টরও শুরুতে ভালো খেলছিলেন, কিন্তু মাহেদীর দুর্দান্ত লেংথ তাকে ১১ রানে থামিয়ে দেয়। অন্যদিকে, উইকেটরক্ষক লোরকান টাকার খেলেন দলের সর্বোচ্চ ৪১ রানের মূল্যবান ইনিংস। ৩২ বলের ইনিংসে চারটি বাউন্ডারি মারার পাশাপাশি দারুণভাবে ইনিংস চালান তিনি। যদিও শেষ পর্যন্ত লিটনের থ্রো থেকে রান আউট হন।

বোন কালিজ (৭) লিটনের আরেকটি নিখুঁত স্টাম্পিংয়ের শিকার হন মাহেদীর বলে। শেষ দিকে জর্জ ডকরেল কিছুটা প্রতিরোধ গড়েন ১৮ রান করে, তাকে ফিরিয়ে দেন মোহাম্মদ সাইফুদ্দিন।

বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ প্রভাব ছিল মাহেদীর। চার ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। তানজিম সাকিব ও সাইফুদ্দিন নেন একটি করে উইকেট।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে এখন ব্যাট হাতে নামবে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে এই চ্যালেঞ্জ সামলে উঠতে হবে লিটন বাহিনীর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS