বিপিএলে ফিক্সিং অভিযুক্তদের বিষয়ে কঠোর অবস্থানে বিসিবি

বিপিএলে ফিক্সিং অভিযুক্তদের বিষয়ে কঠোর অবস্থানে বিসিবি

বিপিএল শুরু হওয়ার আগে ক্রিকেট অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল ফিক্সিং অভিযুক্তদের কি মাঠে দেখা যাবে? নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, নতুন মৌসুমে কোনোভাবেই ফিক্সিং সংশ্লিষ্টতা থাকা ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া হবে না। সংক্ষিপ্ত এক বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।

গত আসরে ফিক্সিং সন্দেহে বেশ কয়েকজন ক্রিকেটার, দলের ম্যানেজমেন্ট সদস্য ও কিছু সংশ্লিষ্ট ব্যক্তির নাম উঠে এসেছিল। অভিযোগগুলোর তদন্তও দীর্ঘ সময় ধরে চলেছে। যদিও এখনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি, তবে সেটি বোর্ডের হাতে পৌঁছে গেছে বলে পূর্বে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

এর আগে বিসিবির বিভিন্ন কর্মকর্তা জানিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিপিএলে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। তবে শেষদিকে অনেকে জানান, অভিযোগের বেশ কিছু অংশ পুরোপুরি নিশ্চিত নয়, কিছু ক্ষেত্রে আংশিক প্রমাণ পাওয়া গেছে। ফলে ক্রিকেটারদের খেলার সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু শেষ মুহূর্তে অবস্থান বদলেছে বোর্ডের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাদের নাম তদন্ত প্রতিবেদনে এসেছে, তারা কেউই এবার নিলামে বা দল গঠনের প্রক্রিয়ায় থাকছেন না।

দেশি খেলোয়াড়দের খসড়া তালিকাতেও পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্টদের বাদ দিয়ে বাকিদের নিয়ে আসন্ন বিপিএল আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স অকশন। নতুন মৌসুমকে সামনে রেখে ফিক্সিং জড়িতদের প্রতি বিসিবির এই কঠোর অবস্থানকে স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষার প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS