সিরামিক এক্সপো: ক্রেতাদের উপস্থিতিতে সরগরম আইসিসিবি

সিরামিক এক্সপো: ক্রেতাদের উপস্থিতিতে সরগরম আইসিসিবি

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সিরামিক এক্সপো’র দ্বিতীয় দিনটি ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে ছিল সরগরম। সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় ভরে ওঠে সবগুলো স্টল। নতুন ডিজাইনের সিরামিক সামগ্রী দেখতে বিভিন্ন প্যাভিলিয়নে ছিল উপচে পড়া ভিড়।

শুক্রবার (২৮ নভেম্বর) সিরামিক মেলার দ্বিতীয় দিনে টেবিলওয়্যার এবং টাইলস সেগমেন্টে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ে বেশি। বিশেষ করে আর্কিটেক্ট, ইন্টেরিয়র ফার্ম ও নির্মাণ খাতের প্রতিনিধিদের উপস্থিতি প্রথম দিনের তুলনায় সরগরম ছিল মেলা প্রাঙ্গণ। দুপুরের পর বিটুবি আলোচনায় গতি আসে, বেশ কয়েকটি স্টলে স্পট এনকোয়ারি ও প্রাথমিক অর্ডার-আলোচনা লক্ষ্য করা যায়।

চার দিনব্যাপী এ মেলায় দেশ–বিদেশের ১৩৫টি প্রতিষ্ঠান এবং ৩০০-এর বেশি ব্র্যান্ড অংশ নিয়েছে। প্রায় ৫০০ আন্তর্জাতিক ডেলিগেট মেলায় উপস্থিত রয়েছেন। তারা বিভিন্ন প্যাভিলিয়নে গিয়ে উৎপাদন পদ্ধতি, নতুন সংগ্রহ এবং রপ্তানিমুখী পণ্যে আগ্রহ দেখিয়েছেন।

দেশের সিরামিক শিল্পে বর্তমানে ৭০ এর বেশি কারখানা টাইলস, টেবিলওয়্যার ও স্যানিটারি পণ্য উৎপাদন করছে। গত দশকে এ খাতে উৎপাদন ও বিনিয়োগ ১৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি বাংলাদেশের সিরামিক সামগ্রী এখন বিশ্বের ৫০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। এক্সপোর বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে এসব রপ্তানিমুখী পণ্যের বৈচিত্র্য ও আন্তর্জাতিক মান স্পষ্টভাবে চোখে পড়ে।

মেলায় প্রযুক্তি, কাঁচামাল, মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। ফলে শিল্পের পুরো ভ্যালু চেইন এক মঞ্চে এসেছে।

দ্বিতীয় দিনের এমন ভিড় প্রমাণ করেছে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি সিরামিক পণ্যের চাহিদা ও আগ্রহ ক্রমেই বাড়ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS