ছয় দলের বিপিএল, পর্দা উঠবে সিলেটে

ছয় দলের বিপিএল, পর্দা উঠবে সিলেটে

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা শেষে ৫ দলের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এল বিপিএল গভর্নিং কাউন্সিল। শেষ মুহূর্তের নাটকীয়তায় টুর্নামেন্টে যুক্ত করা হলো আরও একটি দল। ফলে আসন্ন বিপিএলের দ্বাদশ আসর অনুষ্ঠিত হবে মোট ৬টি দল নিয়ে। দেশি ক্রিকেটারদের সুযোগ বৃদ্ধি এবং ৫ দলের সূচি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা জানান। আগামী ১৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে এবারের আসরের, যা শেষ হবে ১৬ জানুয়ারি।

হঠাৎ দল বাড়ানোর ব্যাখ্যায় ইফতেখার রহমান মিঠু বলেন, ‘স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ যাতে আরও বাড়ে, সে কারণেই দল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ৫ দল নিয়ে প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজন করতে গেলে সূচি মেলানো কঠিন হয়ে পড়ছিল। ৬ দল হওয়ায় সেই জটিলতাও কাটবে।’

বিপিএলের নতুন চমক হিসেবে যুক্ত হয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’। পরিবহন প্রতিষ্ঠান ‘দেশ ট্রাভেলস’ এই দলটির মালিকানা নিয়েছে। এর আগে ৫ বছরের চুক্তিতে দল নিশ্চিত করেছিল ঢাকার ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’, রংপুরের ‘টগি স্পোর্টস’, চট্টগ্রামের ‘ট্রায়াঙ্গল সার্ভিসেস’, রাজশাহীর ‘নাবিল গ্রুপ’ এবং সিলেটের ‘ক্রিকেট উইথ সামি’।

মিঠু জানান, ইতোমধ্যে ৪টি দল তাদের ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে। তবে কোন কোন দল এই প্রক্রিয়া সম্পন্ন করেছে, তা এখনই প্রকাশ করতে অনিচ্ছুক তিনি।

দীর্ঘ এক যুগ পর বিপিএলে আবারও ফিরছে নিলাম বা ‘প্লেয়ার ড্রাফট’ বহির্ভূত নিলাম পদ্ধতি। দুইবার পিছিয়ে যাওয়ার পর আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম, যেখানে দলগুলো তাদের চূড়ান্ত স্কোয়াড সাজানোর সুযোগ পাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS