বাটলারের কৌশল ব্যর্থ, মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

বাটলারের কৌশল ব্যর্থ, মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-মালয়েশিয়া-আজারবাইজান নারী ফুটবলের ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে আফঈদা খন্দকার প্রান্তিদের। 

কোচ পিটার বাটলারের হাই লাইন ডিফেন্স তত্ত্ব নিয়ে সমালোচনা ছিল আগে থেকেই। সেটিই আবারও ভোগালো দলকে। মাঠে প্রতিপক্ষ বারবারই সেই দুর্বলতা কাজে লাগিয়েছে।

হাই লাইন ডিফেন্সে সাধারণত ডিফেন্ডারদের গতি প্রয়োজন হয়। কিন্তু আফঈদা, কোহাতি ও শিউলিরা মালয়েশিয়ার দ্রুতগতির অ্যাটাকারদের থামাতে বারবারই হিমশিম খেয়েছেন। মালয়েশিয়ার ফিনিশিং দুর্বল হওয়ায় ব্যবধান বড় হয়নি, কিন্তু তারা সহজেই বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে সুযোগ তৈরি করেছে।

২৯ মিনিটে বাংলাদেশের উঁচু রক্ষণভাগের ফাঁক গলে মালয়েশিয়াকে এগিয়ে দেন নুর আইনসিয়া বিনতি মুরাদ। মাঝমাঠ থেকে নুহাদফিনা মোহদ ফিরদাউসের দারুণ চিপে বল পেয়ে গতি কাজে লাগান আইনসিয়া। তাঁর পেছনে পড়ে যান সেন্টারব্যাক কোহাতি কিসকু। পরিস্থিতি সামলাতে পোস্ট ছেড়ে এগিয়ে আসেন গোলরক্ষক রুপনা চাকমা, কিন্তু আইনসিয়াকে থামাতে পারেননি। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে ফাঁকা জালে বল পাঠান মালয়েশিয়ার এই মিডফিল্ডার।

বাংলাদেশ ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ছিল। সপ্তম মিনিটে সুলতানার পাস থেকে শামসুন্নাহার জুনিয়রের ক্রসে বল স্পর্শ করতে পারেননি ঋতুপর্ণা। পরের মিনিটেও ভালো আক্রমণ গড়ে তুলেও গোলের দেখা মেলেনি। পুরো ম্যাচজুড়েই এই ফিনিশিং দুর্বলতা ভুগিয়েছে দলকে।

বিরতিতে এক গোল পিছিয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি আনে বাংলাদেশ। তিনটি পরিবর্তনে মাঠে নামেন মোসাম্মত সাগরিকা, তহুরা খাতুন ও স্বপ্না রানী; তাতে খেলায় কিছুটা প্রাণ ফিরে আসে। কিন্তু হাই লাইনের দুর্বলতা রয়ে যায় আগের মতোই। ৫৫ থেকে ৬২ মিনিটের মধ্যে কয়েক দফা বাংলাদেশের রক্ষণ ভেদ করে বল নিয়ে বেরিয়ে আসে মালয়েশিয়া। রুপনা চাকমার দৃঢ়তায় বড় বিপদ এড়ায় দল।

৬৮ মিনিটে সুলতানার থ্রু পাস ধরে বাম দিক দিয়ে দ্রুত উঠে দারুণ ক্রস দেন ঋতুপর্ণা। গোলমুখে সাগরিকার হেড পোস্ট ঘেঁষে বাইরে যায়। দুই মিনিট পর মালয়েশিয়ার বিপজ্জনক আক্রমণও রুখে দেন রুপনা।

৭৯ মিনিটে আবারও আইনসিয়া বাংলাদেশের রক্ষণ পরীক্ষা নেন। বক্সে ঢুকে শট নেওয়ার আগেই কোহাতির ট্যাকলে থেমে যায় সেই আক্রমণ। যোগ করা সময়ের প্রথম মিনিটে মালয়েশিয়া লিড দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেলেও রুপনার দিকে সরাসরি মারা শটেই বাঁচে বাংলাদেশ।

শেষ মুহূর্তে একাই কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন মারিয়া। তবে তাঁর শট সামনেই আটকে দেন মালয়েশিয়ার গোলরক্ষক নুরুল আজুরিন বিনতি মাজলান। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় আফঈদাদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS