পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বেড়েছে

পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ নভেম্বর) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৫২ ও ১৯২৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৫০ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। 

সোমবার ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫৯টি কোম্পানির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- সিমটেক ইন্ডাস্ট্রি, ওরিয়ন ইনফিউশন, সামিট পোর্ট অ্যালায়েন্স, আনোয়ার গ্যালভানাইজিং, রানার অটো, আফতাব অটো, মনোস্পুল পেপার, শাহজিবাজার পাওয়ার, খান ব্রাদার্স ও লাভেলো আইসক্রিম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS