নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহারে এনএসসির নিষেধাজ্ঞা

নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহারে এনএসসির নিষেধাজ্ঞা

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করার প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দেশের ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও খেলোয়াড়দের পেশাদার ভাবমূর্তি রক্ষায় আজ এক চিঠির মাধ্যমে সংস্থাটি এ বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে।

এনএসসির উদ্বেগ ও পর্যবেক্ষণ চিঠিতে এনএসসি উল্লেখ করেছে, নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল জাতীয় দলের খেলোয়াড়দের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত করার চেষ্টা করছে। 

সংস্থাটির মতে, খেলোয়াড়রা দেশের মূল্যবান সম্পদ এবং সাধারণ মানুষের অনুপ্রেরণার উৎস। তাদের কোনো বিশেষ রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম বা নির্বাচনী কর্মকাণ্ডে জড়ালে তা কেবল ক্রীড়া নীতিরই পরিপন্থী নয়, বরং ক্রীড়াঙ্গনের স্বাভাবিক ও নিরপেক্ষ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।

স্পষ্ট নিষেধাজ্ঞা এনএসসির নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের কোনো খেলোয়াড়কে যুক্ত করা যাবে না। সভা-সমাবেশ, শোডাউন কিংবা নির্বাচনী মঞ্চে খেলোয়াড়দের উপস্থিতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

খেলোয়াড়দের প্রতি বার্তা চিঠিতে আরও বলা হয়, খেলোয়াড়দের মূল দায়িত্ব দেশের হয়ে মাঠে পারফর্ম করা এবং খেলার প্রতি মনোযোগী থাকা। তাদের পেশাদার পরিচয় যাতে কোনোভাবেই বিতর্কের মুখে না পড়ে, সেদিকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

ভবিষ্যৎ সতর্কতা ক্রীড়ার পবিত্রতা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে এনএসসি। এই নির্দেশনা অমান্য করা হলে দেশের ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS