ভেনেজুয়েলার ‘কার্টেল দে লস সোলেস’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি এই কার্টেল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-ঘনিষ্ঠ।
যদিও এটি কোনো কার্টেল নয়; বরং ভেনেজুয়েলার সামরিক ও সরকারি কর্মকর্তাদের একটি অনানুষ্ঠানিক নাম, যারা দুর্নীতি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলে পরিচিত।
সোমবার ট্রাম্প প্রশাসন কার্টেল দে লস সোলেসকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার কাছাকাছি যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক সমাবেশের প্রেক্ষাপটে এই উদ্যোগ আসছে, যা সম্ভাব্য সরাসরি সামরিক অভিযানের ক্ষেত্রে আইনি ভিত্তি তৈরির ইঙ্গিত দেয়।
খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন দক্ষিণ আমেরিকার দেশটির বিরুদ্ধে অভিযান আরও বিস্তৃত করার পরবর্তী ধাপ বিবেচনা করছে। ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা হলে তা কয়েক মাস ধরে চলমান ওই অভিযানে নাটকীয় উত্তেজনা সৃষ্টি করবে। মার্কিন বাহিনীর অভিযানে মাদক পাচারের অভিযোগে নৌযানে আঘাত হানায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘের কর্মকর্তা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেছেন, এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং তা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শামিল।
রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র শিগগিরই নতুন ধাপের অভিযান শুরু করতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা।
তাদের মতে, অভিযানের সুনির্দিষ্ট সময় ও পরিসর এখনও নির্ধারিত হয়নি এবং ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তাও পরিষ্কার নয়।
একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ভেনেজুয়েলা বিষয়ে কোনো বিকল্পই বাদ দেওয়া যাবে না।
দু’জন কর্মকর্তা জানান, মাদুরোর বিরুদ্ধে নতুন পদক্ষেপের অংশ হিসেবে গোপন অভিযানই প্রথম ধাপ হতে পারে। সেখানে বিবেচনায় আছে দীর্ঘদিনের এই নেতাকে উৎখাতের চেষ্টাও।
কার্টেল দে লস সোলেস
১৯৯০-এর দশকে ভেনেজুয়েলানরা প্রথম ‘কার্টেল দে লস সোলেস’ শব্দটি ব্যবহার শুরু করেন দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের বোঝাতে, যারা মাদক ব্যবসা করে ধনী হয়েছেন।
পরে দুর্নীতি দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে; প্রথমে সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের আমলে এবং পরে মাদুরোর সময়ে। শব্দটি ঢিলেঢালাভাবে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের এবং অবৈধ খনন ও জ্বালানি পাচারের মতো কর্মকাণ্ডের ক্ষেত্রেও ব্যবহৃত হতে থাকে।
সংগঠনটির নামের ‘সোলেস’ বা ‘সূর্য’ ইঙ্গিত করে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ইউনিফর্মে থাকা সূর্যচিহ্নযুক্ত ব্যাজের প্রতি।
২০২০ সালে ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদক-সন্ত্রাসবাদসহ বিভিন্ন অভিযোগে মাদুরো ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে মামলা করে। তখন থেকেই এই অনানুষ্ঠানিক শব্দটি মাদুরোর নেতৃত্বাধীন কথিত একটি মাদক চক্রকে বোঝাতে আরও বেশি ব্যবহৃত হতে থাকে।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো বলেন, ট্রাম্প তাকে উৎখাত করতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
তবে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা কারাকাসের ওপর চাপ বাড়িয়ে চলেছে।
এরই মধ্যে, ভেনেজুয়েলায় ‘বর্ধিত সামরিক তৎপরতার’ ঝুঁকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা সতর্ক করার পর শনিবার ছয়টি এয়ারলাইন তাদের রুট বাতিল করেছে।
ভেনেজুয়েলা এয়ারলাইন অ্যাসোসিয়েশনের সভাপতি মারিসেলা দে লোয়াইজা জানান, স্পেনের আইবেরিয়া, পর্তুগালের টিএপি, চিলির লাতাম, কলম্বিয়ার অ্যাভিয়ানকা এবং ব্রাজিলের গোল এয়ারলাইন তাদের ফ্লাইট স্থগিত করেছে।
রোববার টার্কিশ এয়ারলাইন্সও জানিয়েছে, তারা ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল রাখবে।
সূত্র: আল জাজিরা