আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসের ব্যাটিং ঝড়, তারপর দুর্দান্ত বোলিং সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে নিজেদের হাতে রেখেই তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা।
প্রথম ইনিংসে ৪৭৬ রানের বড় সংগ্রহ গড়ে তোলার পর বাংলাদেশ বোলিংয়েও আধিপত্য দেখায়। আইরিশদের ২৬৫ রানে অলআউট করে ২১১ রানের লিড নেয় তারা। এ লিডকে আরো বড় করতে দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করে স্বাগতিকরা।
ব্যাট করতে নেমে ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দেখেশুনে শুরু করেন। জয় সাবলীল ব্যাটিংয়ে ৯১ বলে ৬০ রান করে দলকে এগিয়ে নেন। তবে গ্যাভিন হোয়ের করা এক বলে এলবিডব্লিউ হয়ে তিনি সাজঘরে ফেরেন। রিভিউ নিলেও সিদ্ধান্ত টেকেনি।
অন্যদিকে সাদমান ইসলাম পুরো ইনিংসজুড়ে দারুণ ধৈর্য ও নিয়ন্ত্রিত ব্যাটিং উপহার দেন। দিনের শেষে তিনি ৬৯ রানে অপরাজিত থাকেন। তাকে সঙ্গ দেন মুমিনুল হক, যিনি ২১ বল খেলে ১৯ রানে ক্রিজে ছিলেন।
তৃতীয় দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৫৬। এতে দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়িয়েছে ৩৬৭ রানে, যা আইরিশদের জন্য একপ্রকার পাহাড়সম চাপ। ম্যাচের এই পর্যায়ে বাংলাদেশের অবস্থান নিঃসন্দেহে পুরোপুরি নিয়ন্ত্রণে। এখনও হাতে রয়েছে নয়টি উইকেট। ব্যাট করতে নামার অপেক্ষায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজদের মতো ফর্মে থাকা ব্যাটার।
আইরিশ বোলাররা এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। একমাত্র গ্যাভিন হোয়ে উইকেট শিকার করেন। তবে রান দিতে হয়েছে ৫৬। ম্যাকব্রিন ছিলেন সবচেয়ে মিতব্যয়ী, কিন্তু তিনিও উইকেটহীন। বাংলাদেশের ব্যাটারদের নিয়ন্ত্রণে আনতে তাদের যথেষ্ট কষ্ট করতে হচ্ছে।