ভারতের কাছে ৯ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

ভারতের কাছে ৯ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

ভারতের কাছে ৯২ দশমিক ৮ মিলিয়ন ডলার, অর্থাৎ ৯ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রির দুইটি চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই অস্ত্র প্যাকেজে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ আধুনিক প্রতিরক্ষা সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওয়াশিংটনে বৈঠকের নয় মাস পর ওয়াশিংটনের এই সিদ্ধান্ত আসে। সেই বৈঠকে দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় গত অক্টোবর মাসে আগামী ১০ বছর মেয়াদে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি কাঠামো চুক্তি সই হয়।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ভারতকে যুক্তরাষ্ট্রের তৈরি অধিকতর সামরিক সরঞ্জাম কেনার আহ্বান জানিয়ে আসছে।

রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্রসরবরাহকারী দেশ হলেও গত কয়েক বছরে সেই নির্ভরতা দ্রুত কমে এসেছে— ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে রাশিয়ার সরবরাহ ৬২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩৪ শতাংশে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা বাণিজ্য প্রায় শূন্য অবস্থা থেকে এখন ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে রাশিয়া ও ফ্রান্সের পর যুক্তরাষ্ট্র এখন ভারতের তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, অনুমোদিত এই অস্ত্রগুলো ভারতের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তা হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS