গায়ানার স্কুল হোস্টেলে আগুনে লেগে ২০ জন নিহত

গায়ানার স্কুল হোস্টেলে আগুনে লেগে ২০ জন নিহত

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। 

এনডিটিভি জানায়, ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ইরফান আলী বলেছেন, এটি একটি বড় বিপর্যয়। এটি ভয়াবহ এবং এটি বেদনাদায়ক।

আলী বলেছেন, তিনি রাজধানী জর্জটাউনের দুটি বড় হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় গায়ানার মাহদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২০ জনে। এছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন।

জর্জটাউনের প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাহদিয়াতে উদ্ধারকাজের জন্য ব্যক্তিগত এবং সামরিক বিমান পাঠানো হয়েছে।

তবে বিবৃতিতে, নিহতরা ছাত্র, শিক্ষক বা কর্মচারীদের সদস্য কিনা তা উল্লেখ করা হয়নি।

বিরোধী দলীয় সাংসদ নাতাশা সিং-লুইস, আগুন লাগার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের বুঝতে হবে কীভাবে এই ভয়ঙ্কর এবং মারাত্মক ঘটনাটি ঘটেছে। এই ধরণের ট্র্যাজেডি যাতে আবার না ঘটে তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

গায়ানা, ৮ লক্ষ জনসংখ্যার একটি দেশ। এটি সাবেক ডাচ এবং ব্রিটিশ উপনিবেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS