এএফসি বাছাইপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টিকিটের চাহিদা আকাশচুম্বি। অনলাইনে টিকিট ছাড়া মাত্র চার মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। বাফুফে জানিয়েছিল, টিকিট কালোবাজারি রোধে তারা শক্ত অবস্থানে আছে। কিন্তু ম্যাচের দিন দেখা গেল ভিন্ন চিত্র।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনের গেটের সামনেই ‘লোকাল অর্গানাইজিং কমিটি’র কার্ড ঝোলানো অবস্থায় টিকিট বিক্রি করতে দেখা যায় এক ব্যক্তিকে।
দুপুরের দিকেও টিকিটের জন্য সমর্থকদের আহাজারি চলছিল। বাফুফে ভবনের সামনে জড়ো হয়েছিল দেশের সমর্থক গোষ্ঠী ‘রেড অ্যান্ড গ্রিন আর্মি’। তাদের চোখেই প্রথম ধরা পড়েন ওই ব্যক্তি। ৫০০ টাকার টিকিট তিনি বিক্রি করছিলেন ২৫০০ টাকায়। বিষয়টি বুঝতে পেরে রেড অ্যান্ড গ্রিন আর্মির সদস্যরা তাকে ধরে প্রতিহত করেন।
গোষ্ঠীর সদস্য রাফি আহমেদ বলেন, ‘আমরা তিন-চার দিন ধরে নিয়মিত বাফুফে থেকে টিকিট নিতে আসছি। তারা প্রতিশ্রুতি দিলেও টিকিট দেয়নি। অথচ বাফুফের নিজের লোকই কালোবাজারি করছে। চড়া দামে টিকিট বিক্রি করছে, এটা কীভাবে সম্ভব? আমরা সারা বছর দলকে সাপোর্ট করি, নিজের টাকায় গ্যালারিতে এসে দাঁড়িয়ে থাকি। ভালো-খারাপ সবসময়ই আমরা পাশে থাকি। আমাদের সঙ্গে এটা অন্যায় হয়েছে। শুধু আমাদের নয়, সকল সমর্থকের সঙ্গেই অন্যায়।’
বাফুফে টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবে তা ঠেকাতে পারছে না। এর আগেও ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের দিনে স্টেডিয়ামের ৪ নম্বর গেটের কাছে বাংলাদেশ ফুটবল আলট্রাসের সদস্যরা এক কালোবাজারিকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
আজ স্টেডিয়াম এলাকা ও আশেপাশেও দেখা গেছে টিকিট বিক্রির একই চিত্র। ৫০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১০০০ থেকে ২৫০০ টাকায়।