নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে একাদশে ছিলেন না সামিত সোম। কানাডা থেকে লম্বা ভ্রমণ করে দেশে আসার কারণে বদলি হিসেবে নামতে হয়েছিল তাকে। আজ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে একাদশে ফিরছেন তিনি। তবে এই ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি অধিনায়ক জামাল ভূঁইয়া।
এদিকে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন তরুণ উইঙ্গার শেখ মোরসালিন। নেপালের বিপক্ষে চোট শঙ্কা থাকলেও তা উড়িয়ে দিয়ে মাঠে নামবেন হামজা চৌধুরী ও জায়ান আহমেদ। জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, সামিত শোম ও শেখ মোরসালিন।
আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।