News Headline :
উগান্ডাকে উড়িয়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

উগান্ডাকে উড়িয়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই দাপুটে জয়ের উল্লাসে মেতেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার গ্যালারিভর্তি দর্শকের সামনে বাংলাদেশ ৪২-২২ পয়েন্টে আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে পরাজিত করে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘বাংলাদেশ, বাংলাদেশ’ গগনবিদারী স্লোগানের মধ্যে মাঠে নামে লাল-সবুজের মেয়েরা। শারীরিক সক্ষমতায় উগান্ডা এগিয়ে থাকলেও স্বাগতিকদের অভিজ্ঞতা ও কৌশলের কাছে হার মানতে হয় তাদের।

তবে ম্যাচের প্রথমার্ধ ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শুরুতে কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেলা বাংলাদেশ বিরতিতে যায় মাত্র ১৪-১২ পয়েন্টের সামান্য ব্যবধানে এগিয়ে থেকে। এই অর্ধে দলের ভরসার প্রতীক হয়ে ওঠেন স্মৃতি আক্তার। মূলত ডিফেন্ডার হলেও দলের প্রয়োজনে রেইড করে গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেন তিনি।

প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশ যখন অলআউটের শঙ্কায়, অর্ধে তখন স্মৃতি একাই। এমন কঠিন ‘ডু অর ডাই’ রেইডে তিনি দুই উগান্ডান খেলোয়াড়কে আউট করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন এবং নিজের অলরাউন্ড দক্ষতার প্রমাণ দেন।

বিরতির পর ছক পাল্টে মাঠে নামে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন চেহারায় দেখা যায় স্মৃতি-রুপালিদের। এই অর্ধে দুটি ‘লোনা’ (প্রতিপক্ষকে অলআউট করা) আদায় করে আফ্রিকান দলটিকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ একাই সংগ্রহ করে ২৮ পয়েন্ট, যার জবাবে উগান্ডা নিতে পারে মাত্র ১০ পয়েন্ট। শেষ পর্যন্ত ৪২-২২ পয়েন্টের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জার্মানির মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS