ফুটবলের ইতিহাসে এক অনন্য অধ্যায় লিখে ফেলা ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে জানিয়ে দিলেন, তার অবসরের সময় এখন আর খুব দূরে নয়। পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা বলেন, ক্যারিয়ারের ইতি টানার প্রস্তুতি তিনি অনেক আগে থেকেই নিচ্ছেন।
‘খুব শিগগিরই,’ অবসরের সময় নিয়ে প্রশ্নে এমনটাই উত্তর দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো।
তিনি বলেন, ‘আমি মনে করি, আমি প্রস্তুত। তবে এটা খুব, খুব কঠিন হবে। ২৫-২৬ বছর বয়স থেকেই আমি ফুটবলের পরের জীবনের জন্য পরিকল্পনা করছি। গোল করার সময় যে রোমাঞ্চ, তা জীবনের আর কোনো কিছুতেই পাওয়া যায় না। কিন্তু সব কিছুরই শুরু আছে, শেষও আছে।’
আল নাসরের হয়ে খেলা রোনালদো ক্লাব ও দেশের জার্সিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯৫২ গোল করেছেন। গত মাসেই তিনি জানিয়েছিলেন, ১,০০০ গোল ছোঁয়ার স্বপ্ন পূরণের পরই অবসর নিতে চান।
অবসরের পর তিনি পরিবার ও সন্তানদের জন্য আরও বেশি সময় দিতে চান বলেও জানান, ‘আমি নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানদের বড় করে তোলার জন্য আরও সময় দিতে চাই।’
রোনালদো তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিও ভালোবাসা প্রকাশ করেছেন, যদিও দ্বিতীয় মেয়াদে সেই সম্পর্কটা সুখকর ছিল না।
‘আমি দুঃখিত, কারণ এই ক্লাব পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব এবং এখনো আমার হৃদয়ে আছে,’ বলেন তিনি।
ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের প্রতি ইঙ্গিতে রোনালদো বলেন, ‘ওদের কোনো কাঠামো নেই, আশা করি এখন বা ভবিষ্যতে তা বদলাবে। ক্লাবটির সম্ভাবনা অসাধারণ, কিন্তু তারা সঠিক পথে নেই। এটা শুধু কোচ বা খেলোয়াড়দের দোষ নয়… অলৌকিক কিছু আশা করা যায় না।’