যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, অন্তত ৭ জন নিহত

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, অন্তত ৭ জন নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য কেন্টাকির লুইসভিলে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে। বিমানটি লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের হনলুলুর উদ্দেশে উড়াল দিয়েছিল।।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের বাম ডানায় আগুন ধরে যায় এবং ধোঁয়ার লম্বা রেখা তৈরি হয়। এরপর বিমানটি কিছুটা ওপরে উঠেই দ্রুত নিচে পড়ে ভয়াবহ বিস্ফোরণে আগুনের বিশাল বলয়ে পরিণত হয়। রানওয়ের পাশের একটি ভবনের ছাদের বড় অংশও ছিঁড়ে গেছে বলে ভিডিওতে দেখা গেছে।

কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, কার্গো বিমান বিধ্বস্তের ঘঠনারয় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত ১১ জনের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। ভিডিও বা ছবিগুলো দেখা যে কেউ বুঝবেন এটি কতটা ভয়াবহ দুর্ঘটনা!

বেসিয়ার আরও জানান, ১৯৯১ সালে নির্মিত ম্যাকডনেল ডগলাস এমডি-১১ মডেলের বিমানটিতে থাকা তিনজন ক্রু সদস্যের অবস্থার বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইউপিএসের সবচেয়ে বড় পার্সেল প্রক্রিয়াকরণ কেন্দ্রটি লুইসভিলে অবস্থিত। এখানে হাজার হাজার কর্মী কাজ করেন, প্রতিদিন প্রায় ৩০০টি ফ্লাইট পরিচালিত হয় এবং প্রতি ঘণ্টায় ৪ লাখের বেশি পার্সেল বাছাই করা হয়।

সূত্র: এপি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS