তিন জেলার উন্নয়নে বন্ড ছেড়ে ২৫০০ কোটি টাকা তুলবে সরকার

তিন জেলার উন্নয়নে বন্ড ছেড়ে ২৫০০ কোটি টাকা তুলবে সরকার

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য ২,৫০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলায় এ অর্থ ব্যয় হবে।

‘আরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ নামে সাত বছর মেয়াদি এই ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগ বন্ড চলতি বছরের ডিসেম্বর মাসে বাজারে আসবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের নেতৃত্বে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

এই সুকুক থেকে সংগৃহীত অর্থ দিয়ে তিন জেলার পল্লী এলাকায় সড়ক উন্নয়ন, পুনর্বাসন ও হাট-বাজারসহ পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি ও অকৃষি অর্থনীতিতে গতি আসবে, কর্মসংস্থান বাড়বে এবং পরিবহন খরচও কমবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ইতোমধ্যে তারা স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সুকুক ইস্যু করেছে। নতুন এ সুকুক ইস্যুর মাধ্যমে দেশের সামাজিক উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ প্রকল্পটি বাস্তবায়িত হলে মোট সুকুকের পরিমাণ দাঁড়াবে ২৬ হাজার ৫০০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS