নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। গত বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে অনুশীলন ক্যাম্প। তবে প্রথম ক’দিন প্রধান হাভিয়ের কাবরেরাকে ছাড়াই ঘাম ঝরিয়েছেন জামাল ভূঁইয়ারা।
স্প্যানিশ হেড কোচ হাভিয়ের কাবরেরা বর্তমানে স্পেনে রয়েছেন। আগামীকাল তিনি ঢাকায় ফিরছেন এবং ফেরার পরপরই দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। মিডিয়া ব্রিফিংয়েও কথা বলবেন এই স্প্যানিশ কোচ।
প্রথম পর্বের ক্যাম্পে অনুশীলন করছেন ১৪ জন ফুটবলার। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা শেষ করে ১০ নভেম্বরের পর দেশে ফিরবেন সমিত। অন্যদিকে ইংলিশ চ্যাম্পিয়নশিপে সোমবার রাতে ম্যাচ শেষ করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন হামজা চৌধুরী।
বসুন্ধরা কিংস থেকে জাতীয় দলে ডাক পেয়েছেন ১০ ফুটবলার গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা (দুজন), মোহাম্মদ হৃদয়, ফরোয়ার্ড রাকিব হোসেন, শাহরিয়ার ইমন ও ফয়সাল আহমেদ ফাহিম।
তবে সদ্য এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে ফেরা বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের আপাতত বিশ্রামে রেখেছে ক্লাবটি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন আগামী ৭ নভেম্বর।
আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ।