৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস জানায়, রোববার (২ নভেম্বর) রাত ১টা নাগাদ (স্থানীয় সময়) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে কম্পন অনুভূত হয়। যার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৩। যদিও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো ধরনের খবর এখনও প্রকাশ হয়নি। খবর এএফপি ও আল-জাজিরা।

দুই মাস আগেই আফগানিস্তানে ভূমিকম্প কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ভূমিকম্পসহ বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে তাদের। এর মধ্যে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্প। এতে দেড় হাজারের মতো মানুষ মারা যায় ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়। অপরদিকে এবছরের ৩১ আগস্ট ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ২২শ মানুষের মৃত্যু হয়। যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS