অফিসার ক্যাডেট হিসেবে লোক নেবে বাংলাদেশ বিমানবাহিনী

অফিসার ক্যাডেট হিসেবে লোক নেবে বাংলাদেশ বিমানবাহিনী

অফিসার ক্যাডেট পদে যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। ৯৪ বিএএফএ কোর্সে এ নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা অনির্ধারিত।

পদের নাম: অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতা

জিডি (পি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। জিসিই ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি ও এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি।

এটিসি/এডিডব্লিউসি: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি ও এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি। এটিসি/এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।

বাকি যে যোগ্যতা লাগবে তা দেখতে এখানে ক্লিক করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS