রিয়ালেই থাকছেন, নিশ্চিত করলেন আনচেলত্তি

রিয়ালেই থাকছেন, নিশ্চিত করলেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের সঙ্গে কোচ কার্লো আনচেলত্তির চুক্তি আগামী বছরের জুন পর্যন্ত। কিন্তু বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, রিয়ালে আনচেলত্তির এটাই শেষ মৌসুম। এরপর তিনি দায়িত্ব নেবেন ব্রাজিল জাতীয় দলের। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত হওয়ার পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলেছে।


আসলেই কি আনচেলত্তিকে আর রাখতে চায় না রিয়াল? উত্তরটা দিয়েছেন ইতালিয়ান এই কোচ নিজেই। লা লিগায় আগামীকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ সান্তিয়াগো বার্নাব্যুতে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘পেরেজ (রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ) ও আমি গতকাল কথা বলেছি। আমরা বসেছিলাম এবং তিনি আমার প্রতি তাঁর সমর্থনের কথা জানিয়েছেন। আমরা সিটির বিপক্ষে বুধবার হয়ে যাওয়া ম্যাচটা নিয়ে কথা বলেছি, পরের মৌসুম নিয়েও কথা বলেছি। গত দুই মৌসুম নিয়ে কথা বলেছি। আমরা আরও ভালো করার একই রকম তাড়না নিয়ে এগিয়ে যাব।’ এরপর তাঁকে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছে, ক্লাব কি নিশ্চয়তা দিয়েছে যে আগামী মৌসুমে তিনিই কোচ থাকবেন? উত্তর আনচেলত্তি বলেছেন, ‘হ্যাঁ।’

কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে তিতে পদত্যাগ করার পর থেকেই নতুন কোচের খোঁজে আছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সম্ভাব্য কোচ হিসেবে আনচেলত্তির পাশাপাশি নাম এসেছে লুইস এনরিকে, জোসে মরিনিও, জিনেদিন জিদানসহ আরও কয়েকজনের। তবে ব্রাজিলিয়ান কয়েকজন খেলোয়াড় তাঁদের পরবর্তী কোচ হিসেবে আনচেলত্তির নাম সংবাদমাধ্যমে বলে দেওয়ার পর এ নিয়ে জোর আলোচনা শুরু হয়। যদি এর মধ্যেই ব্রাজিল আদৌ বিদেশি কোচ নিয়োগ দেবে কি না, সেই বিতর্কও চলছে।

আনচেলত্তি নিজেই একবার বলেছেন, ব্রাজিলের কোচ হিসেবে তাঁর নাম আসায় তিনি রোমাঞ্চিত। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগের পর রিয়াল কোচ বলেছিলেন, ‘(রিয়ালে থাকা নিয়ে) কোনো শঙ্কা নেই। সভাপতির সঙ্গে ১৫ দিন আগেই কথা হয়েছে। কেউ এ বিষয়ে প্রশ্ন তোলেনি।’

সভাপতির সঙ্গে তখন কী কী বিষয়ে কথা হয়েছিল, তা অবশ্য খোলাসা করেননি রিয়াল কোচ। তবে আজ সংবাদ সম্মেলনে নিশ্চিত করে দিলেন, তিনি রিয়ালেই থাকছেন। আনচেলত্তির কথা, ‘সবাই আমার অবস্থা জানে। রিয়ালের সঙ্গে আমার চুক্তি ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। আমি সেটা পুরো করতে চাই। সবাই এটা জানে।’
দেখা যাক, তাঁর এই কথার পর ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে তাঁকে জড়িয়ে গুঞ্জন থামে কি না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS