স্কুল হ্যান্ডবলের সুপার সিক্সে দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল

স্কুল হ্যান্ডবলের সুপার সিক্সে দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল

পোলার আইসক্রীম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় সুপার সিক্স রাউন্ডে দ্বৈত সাফল্য পেয়েছে সানিডেইল স্কুল। বালক ও বালিকা দুই বিভাগেই অপরাজিত থেকে এই রাউন্ডের শিরোপা জিতেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে ও ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পল্টনের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সুপার সিক্স পর্বের শেষদিনের খেলা।

বালক বিভাগের ফাইনাল ম্যাচে সানিডেইল ৩৬-১৭ ব্যবধানে পরাজিত করে নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলকে। প্রথমার্ধেই ১৬-০৯ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে তারা। পুরো টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচে জিতে ১৫ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় সানিডেইল।

বালিকা বিভাগেও একই গল্প। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে ১২-০৯ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে সানিডেইল। প্রথমার্ধে ৭-৪ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। এই বিভাগেও তারা পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নিয়ে পূর্ণ ১৫ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়।

দুই বিভাগেই সেরা খেলোয়াড়ের পুরস্কারও গেছে সানিডেইলের খেলোয়াড়দের হাতে। বালক বিভাগে সেরা হয়েছেন আরিফ ইহতিরাম খান এবং বালিকা বিভাগে নির্বাচিত হয়েছেন ইশরাত মেহজাবিন রাহা।

শিরোপা জয়ের পর অধিনায়ক ফারাজ ফরহাদ বলেন, ‘আবারও চ্যাম্পিয়ন হতে পারা আমাদের জন্য গর্বের। পুরো কৃতিত্ব আমাদের কোচের তিনি সারা বছর ভোরে অনুশীলনে আমাদের নিয়ে কাজ করেছেন। আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ ফেডারেশনের কর্মকর্তারা।

এখানেই থামছে না স্কুল হ্যান্ডবলের লড়াই। শিগগিরই শুরু হবে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে আসরের পরের পর্ব। বালক বিভাগে খেলবে সানিডেইল, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুল ও নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। একইভাবে বালিকা বিভাগে অংশ নেবে সানিডেইল, ভিকারুননিসা নূন স্কুল, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS