শতবর্ষের ঐতিহ্য ভেঙে টেস্ট ক্রিকেটে দেখা যাবে নতুন এক অধ্যায়। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে গুয়াহাটিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে লাঞ্চের আগেই নেওয়া হবে চা বিরতি। এটি অবশ্য টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ঘটতে যাচ্ছে।
আগামী ২২ নভেম্বর বারসাপারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট। ভারতের পূর্বাঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্ত আগে হওয়ায় সময় সাশ্রয়ের উদ্দেশ্যে এই পরিবর্তন আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এই ম্যাচে খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায়। সকাল ১১টা থেকে ২০ মিনিট চলবে চা বিরতি। এরপর দুই ঘণ্টার দ্বিতীয় সেশন শেষে দুপুর ১টা ৪০ মিনিটে লাঞ্চ বিরতি পাবে দুই দল। লাঞ্চ শেষে বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত চলবে তৃতীয় সেশন।
বিসিসিআইয়ের এক সূত্র ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘গুয়াহাটিতে সূর্যাস্ত তুলনামূলক আগে হয়। তাই আলো হারানোর আগেই দিনের খেলা শেষ করতে সেশনের সময়সূচি বদলানো হচ্ছে। এতে খেলার সময়ও কিছুটা বাড়ানো সম্ভব হবে।’
সাধারণত ভারতে টেস্ট ম্যাচ শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে। সেক্ষেত্রে প্রথম সেশনের পর লাঞ্চ, দ্বিতীয় সেশনের পর চা বিরতি নেওয়ার প্রচলনই চলে আসছে যুগের পর যুগ। তবে গুয়াহাটির বিশেষ পরিস্থিতি বিবেচনায় এবার সেটিই বদলে দিচ্ছে বিসিসিআই।
এর আগেও রঞ্জি ট্রফির কিছু ম্যাচে সূর্যাস্তের সময় ঘনিয়ে আসায় সেশনের বিরতিতে এমন পরিবর্তন আনা হয়েছিল। তবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এটি হবে একেবারে নতুন এক দৃষ্টান্ত।