এএফসি কাপের দ্বিতীয় ম্যাচেও জয় পায়নি বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে মঙ্গলবার লেবাননের চ্যাম্পিয়ন আল-আনসারের কাছে ৩-০ গোলে হেরেছে মারিও গোমেসের দল।
ম্যাচের শুরুটা ভালোই করেছিল কিংস। প্রথম পনেরো মিনিটে বেশ কিছু সুসংগঠিত আক্রমণ সাজায় তারা। ১৫তম মিনিটে রাকিব হোসেনের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আল-আনসার।
৪৩তম মিনিটে আসে প্রথম গোল। ফ্রি-কিক থেকে দূরের পোস্টে আবুবাকার আকুকির হেড গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকে কিংস।
দ্বিতীয়ার্ধে আরও আধিপত্য বিস্তার করে আল-আনসার। ৫৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও দুর্দান্ত সেভ করেন শ্রাবণ। তবে ৭৩তম মিনিটে দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করেন খালফাল্লাহ হিকেম, ব্যবধান হয় ২-০। যোগ করা সময়ে মোহাম্মদ হেবাউসের গোল ম্যাচের ফল নির্ধারণ করে দেয় ৩-০ তে।
রাকিব, দোরিয়েলতন ও জীবন মিয়া চেষ্টা করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে পারেনি কিংস। শ্রাবণের পেনাল্টি সেভ এবং কয়েকটি মুহূর্তে রক্ষণভাগের দৃঢ়তা ছাড়া তেমন কোনো হুমকি তৈরি করতে পারেনি বাংলাদেশের প্রতিনিধিরা।
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য অবস্থায় আছে বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে ওমানের আল-সাইবের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছিল তারা। নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার স্বাগতিক আল-কুয়েতের মুখোমুখি হবে মারিও গোমেসের দল।