বড় হারে থাইল্যান্ড সফর শেষ বাংলাদেশের নারী দলের

বড় হারে থাইল্যান্ড সফর শেষ বাংলাদেশের নারী দলের

এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতি নিতে থাইল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচের এই প্রীতি সিরিজে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য থাকলেও ফল হয়েছে উল্টো। 

শুক্রবার প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর রোববার দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হারতে হয়েছে। ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড জয় পেয়েছে ৫-১ গোলে।

ম্যাচের শুরু থেকেই থাইরা ছিল প্রভাবশালী। মাত্র দুই মিনিটেই গোলের সুযোগ তৈরি করে তারা। গোলরক্ষক রুপ্না চাকমা বল ধরতে ব্যর্থ হলেও থাই ফরোয়ার্ডের শট বাইরে চলে যায়। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের ভাগ্য।

১৮ মিনিটে অধিনায়ক সাওয়ালকের গোলে এগিয়ে যায় থাইল্যান্ড। বাংলাদেশের উচ্চ ডিফেন্স লাইনের ফাঁক ব্যবহার করে একক প্রচেষ্টায় গোল করেন তিনি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিরাপরান—রুপ্নার মাথার উপর দিয়ে নিখুঁত এক লব শটে জালে বল পাঠান তিনি।

২৯ মিনিটে কিছুটা স্বস্তির মুহূর্ত আসে বাংলাদেশের জন্য। মারিয়া মান্দার কর্নার থেকে শামসুন্নাহারের নিখুঁত হেডে বল জালে জড়ালে স্কোরলাইন দাঁড়ায় ২-১। কিন্তু আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৩৪ মিনিটে পাল্টা আক্রমণে রুপ্নাকে পরাস্ত করে তৃতীয় গোল করে থাইল্যান্ড।

বিরতির পরও নিয়ন্ত্রণ থাকে থাইদের হাতে। ৫৪ মিনিটে মেরিসনের দূরপাল্লার শটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। তিন মিনিট পর ডিফেন্ডার কোহাতি কিসকুর ফাউলে পেনাল্টি পায় থাইল্যান্ড, যা থেকে জিরাপরান গোল করে ব্যবধান বাড়ান ৫-১ এ।

পুরো ম্যাচজুড়ে থাইদের গতি ও পাসিংয়ের সামনে সংগ্রাম করতে হয়েছে আফসানা-রুপ্নাদের। যদিও বাংলাদেশ কিছু সময় বল দখলে রাখার চেষ্টা করেছে, তবে রক্ষণভাগের দুর্বলতা ও সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল।

এই হারে দুটি প্রীতি ম্যাচেই পরাজিত হয়ে শেষ হলো বাংলাদেশের থাইল্যান্ড সফর। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ফলাফল নিঃসন্দেহে টিটু আলম শিষ্যদের জন্য সতর্কবার্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS