জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের উদ্বোধনী দিনেই ঘটলো উদ্বেগজনক ঘটনা। খুলনায় স্বাগতিক খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচে বরিশালের অভিজ্ঞ ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি ফিল্ডিং করার সময় হঠাৎই অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন। তবে স্বস্তির বিষয় হলো, তিনি এখন সম্পূর্ণ স্থিতিশীল আছেন।
ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান রাব্বির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছেন।
ঘটনাটি ঘটে খেলার ১৯তম ওভারের পর। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় ফজলে রাব্বি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লে খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিপক্ষ দলের ক্রিকেটার সৌম্য সরকারসহ অন্য খেলোয়াড়রা দ্রুত ছুটে এসে তাকে সহায়তা করেন। তৎক্ষণাৎ স্ট্রেচারে করে রাব্বিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং জরুরি প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়।
তবে আশার কথা, রাব্বিকে হাসপাতালে নিতে হয়নি। ড্রেসিং রুমে কিছু সময় বিশ্রাম নেওয়ার পরই তিনি ধীরে ধীরে সুস্থ বোধ করেন।
ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান এ প্রসঙ্গে বলেন, ‘রাব্বি এখন সম্পূর্ণ স্থিতিশীল। প্রথমে মনে হয়েছিল হয়তো স্ট্রোক জাতীয় কিছু হয়েছে, কারণ তার শরীর অবশ হয়ে যাচ্ছিল এবং চোখে ঝাপসা দেখছিলেন। আমরা হাসপাতালে নিতে চেয়েছিলাম, কিন্তু পরে তিনি নিজে থেকেই কিছুটা সুস্থ অনুভব করেন।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুলনার প্রচণ্ড গরম এবং পানিশূন্যতা বা ক্লান্তির কারণেই রাব্বি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে ম্যাচ খেলা ফজলে মাহমুদ রাব্বি এবারের এনসিএলে বরিশাল বিভাগের হয়ে খেলছেন।