সানায় জাতিসংঘের ৭ ইয়েমেনি কর্মী আটক

সানায় জাতিসংঘের ৭ ইয়েমেনি কর্মী আটক

জঙ্গি-অধিষ্ঠিত রাজধানী সানায় জাতিসংঘে কর্মরত বেশ কয়েকজন ইয়েমেনিকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) একজন হুথি নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বিশ্ব সংস্থার কর্মীদের লক্ষ্য করে সর্বশেষ এ আটকের ঘটনা ঘটে।

এ সপ্তাহের শুরুতে, আটকে রাখা ১৫ জন বিদেশিসহ ২০ জন জাতিসংঘ কর্মীকে মুক্তি দেওয়া হয়েছিল।

জঙ্গিরা বছরের পর বছর ধরে জাতিসংঘের কর্মী এবং সাহায্য কর্মীদের গুপ্তচরবৃত্তির অভিযোগে হয়রানি ও আটক করে আসছে, কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা আটকের মাত্রা বাড়িয়ে দেয়।

সানার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, গত রাত থেকে আজ বিকেল পর্যন্ত ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের সাতজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সবাই ইয়েমেনি।

আরেকটি হুথি সূত্র জাতিসংঘের কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে, তবে কতজন তা নির্দিষ্ট করেনি।

যদিও জাতিসংঘ তাৎক্ষণিকভাবে মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার এ আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এসব ঘটনাকে উসকানি বাড়ানোর ঘটনা হিসেবে চিহ্নিত করেছে।

ইসরায়েল অসংখ্য প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, যার মধ্যে আগস্টে একটি বড় হামলায় হুথিদের প্রধান এবং তার পরিষদের প্রায় অর্ধেক সদস্য নিহত হয়েছেন।

এ মাসের শুরুতে, জঙ্গি নেতা আব্দুলমালিক আল-হাউথি কোনো প্রমাণ ছাড়াই জাতিসংঘের কর্মীদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ এনেছিলেন। জাতিসংঘ এ দাবি প্রত্যাখ্যান করেছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারীকে সানা থেকে অন্তর্বর্তী রাজধানী আদেনে স্থানান্তর করা হয়।

সূত্র: আরব নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS