টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি এবং টেক্সটাইল খাতে উদ্ভাবনকে সামনে রেখে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে ‘বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো (বিসিজিটিএক্স)-২০২৫’। তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আজ চলছে দ্বিতীয় দিন।
শুক্রবার (২৪ অক্টোবর) ছুটির দিন হলেও সকাল থেকেই দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন এই প্রদর্শনীতে। বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে ৮০টি স্টল রয়েছে এই প্রদর্শনীতে। টেক্সটাইল প্রতিষ্ঠান ছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোও অংশ নিয়েছে এই এক্সপোতে।
পোশাক শিল্পের প্রতিষ্ঠান তিয়ানজিন এক্সিলেন্টসের চীনের পাশাপাশি বাংলাদেশেও পোশাক কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, বেশ ভালো চলছে প্রদর্শনী। আমরা নিজেদের পণ্য নিয়ে এসেছি। দর্শনার্থীরা এসে দেখছেন। আগ্রহী হচ্ছেন আমাদের সঙ্গে কাজ করতে।
শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে একটি সেমিনার। যেখানে পরিবেশবান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তি নিয়ে বিশদ আলোচনা হবে। সেমিনারে অংশ নেবেন গার্মেন্টস ও টেক্সটাইল খাতের ব্যক্তিরা।
প্রদর্শনীটির আয়োজন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড, সহ-আয়োজক হিসেবে রয়েছে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)। সহযোগী অংশীদার হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং সাংহাই ক্লাইমেট উইক।
শনিবার শেষ দিনেও সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।