র‍্যাংকিংয়ে রিশাদের বিশাল লাফ, এগোলেন মিরাজ-হৃদয়ও

র‍্যাংকিংয়ে রিশাদের বিশাল লাফ, এগোলেন মিরাজ-হৃদয়ও

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের বড় পুরস্কার পেলেন রিশাদ হোসেন। আইসিসির সবশেষ র‍্যাংকিংয়ে এই তরুণ লেগ স্পিনিং অলরাউন্ডার সব বিভাগেই বড়সড় লাফ দিয়েছেন।অলরাউন্ডারদের তালিকায় তিনি এক লাফে ৮৭ ধাপ এবং বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়েছেন।

বুধবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ছেলেদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে। রিশাদের এই বড় উত্থান ছাড়াও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয় ও সৌম্য সরকারের।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলার পর ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। পরের ম্যাচেও তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৩৯ রান, পাশাপাশি নেন আরও ৩টি উইকেট।

এই অসামান্য অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে রিশাদ অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ১২৪ নম্বর থেকে সরাসরি ৩৭ নম্বরে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং ১৫১ পয়েন্ট। এই তালিকায় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে ২৭৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে অবস্থান করছেন। তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

বোলারদের র‍্যাংকিংয়ে রিশাদ ৬৫ ধাপ লাফিয়ে তার ক্যারিয়ার সেরা ৬৬ নম্বরে উঠে এসেছেন। দুই ম্যাচে ৯ উইকেট নেওয়ার সুবাদে তার রেটিং পয়েন্ট এখন ৪৩০, যা তার ক্যারিয়ার সেরা। বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন মিরাজ, যিনি বর্তমানে বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে। তবে তাসকিন আহমেদ ৪ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমে গেছেন এবং মোস্তাফিজুর রহমান ৫৬ নম্বরে অপরিবর্তিত আছেন। বোলারদের তালিকার শীর্ষে আফগানিস্তানের রশিদ খান।

ব্যাটিং র‍্যাংকিংয়ে প্রথম ওয়ানডেতে ৯০ বলে ৫১ রান করা তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন। সেরা ত্রিশে বাংলাদেশের আর কোনো ব্যাটার নেই। নাজমুল হোসেন শান্ত ৪৩ নম্বরে অনড় আছেন। মিরাজ ব্যাটারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পর দলে ফেরা সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে ৮৬ নম্বরে আছেন। ব্যাটারদের তালিকার এক নম্বরে অবস্থান করছেন ভারতের শুবমান গিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS