৭ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

৭ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।এখনো জয়ের জন্য তাদের প্রয়োজন ৮০ রান, হাতে রয়েছে ১৫ ওভার ও মাত্র ৩ উইকেট।

বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে অসহায় ক্যারিবীয় ব্যাটাররা। রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। তানভির ইসলাম নিয়েছেন ২ উইকেট, নাসুম আহমেদ পেয়েছেন একটি। বিশেষ করে তানভির ইসলামের ঘূর্ণিতে ধস নামে উইন্ডিজ ব্যাটিং লাইনআপে। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শেরফেন রাদারফোর্ড (৭)।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে কিছুটা স্থিরতা আনতে চেষ্টা করছেন অধিনায়ক শাই হোপ ও অলরাউন্ডার গুদাকেশ মতি। কিন্তু রিশাদের কারণে সেটা আর হয়ে ওঠেনি। বোল্ড হয়ে মতি ফেরেন ১৫ রানে। এরপর আটে নামা রস্টন চেজও টিকতে পারেননি বেশিক্ষণ। নাসুমের শিকার হয়ে ফেরেন ৫ রানে।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২১৩ রান তোলে। এরপর বোলারদের দাপটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS