ট্রাম্পের জন্য ভেঙে ফেলা হচ্ছে হোয়াইট হাউজের কিছু অংশ

ট্রাম্পের জন্য ভেঙে ফেলা হচ্ছে হোয়াইট হাউজের কিছু অংশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুমের নির্মাণকাজ শুরু হওয়ায় হোয়াইট হাউজের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। খবর বিবিসি বাংলার।

সোমবার (২০ অক্টোবর) ইস্ট উইংয়ের একটি ঢেকে দেওয়া প্রবেশপথ এবং জানালার অংশ ভেঙে ফেলেন নির্মাণকর্মীরা। যেখানে ‘সম্পূর্ণ আধুনিকীকরণ’ করা হবে বলে জানিয়েছিলেন ট্রাম্প।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ডলার খরচ করে হোয়াইট হাউজে যে বলরুম সংযোজন করা হবে, সেটি বিদ্যমান কাঠামোর ‘কাছাকাছি’ হবে, তেমন কোনো পরিবর্তন আনা হবে না।

গত জুলাইয়ে তিনি বলেছিলেন, বিদ্যমান ভবনে কোনো হস্তক্ষেপ করা হবে না। এটি এর কাছাকাছেই থাকবে কিন্তু স্পর্শ করবে না। বিদ্যমান ভবনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই, যেটির আমি সবচেয়ে বড় ভক্ত।

তিনি আরও বলেছিলেন, এটি আমার প্রিয়। এটি আমার প্রিয় জায়গা, আমি এটি পছন্দ করি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS