অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ১৬৩ কোটি টাকা

অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ১৬৩ কোটি টাকা

অক্টোবরের ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৯ হাজার ১৬৩ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)।

রোববার (১৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

চলতি অক্টোবর মাসের ১৮দিনে আগের বছরের চেয়ে ৩ দশমিক ৩ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। আগের বছরের অক্টোবরের  ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ১৫২কোটি ৩০ লাখ ডলার। তবে আগের মাস সেপ্টেম্বরের চেয়ে কিছুটা কম রেমিট্যান্স এসেছে। গত সেপ্টেম্বরের ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬১ কোটি ১৫ লাখ ডলার।

চলতি বছরের ১ জুলাই থেকে ১৮ অক্টোবরের পর্যন্ত তিন মাস ১৮ দিনে আগের বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। চলতি বছরের ৩মাস ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার।  আর আগের বছরের ১ জুলাই থেকে ১৮ অক্টোবর তিন মাস ১৮ দিনে প্রবাসী আয় এসেছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার।

চলতি বছরের জুলাই থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS