মারা গেছেন সাবেক অজি টেস্ট অধিনায়ক বুথ

মারা গেছেন সাবেক অজি টেস্ট অধিনায়ক বুথ

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক ব্রায়ান বুথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ক্রিকেট ক্যারিয়ারের বাইরে ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিকে হকিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

১৯৬১ সালের আগস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট অভিষেক হয় বুথের। ক্যারিয়ারে খেলেছেন মোট ২৯ টেস্ট। রান করেছেন ১৭৭৩। সাবেক অজি মিডল অর্ডার ব্যাটার একজন পার্টটাইম অফস্পিনার বোলারও ছিলেন। বল হাতে নিয়েছেন তিনটি উইকেট।

ঘরের মাঠে টেস্ট খেলার জন্য বুথের অপেক্ষা করতে হয়েছিল প্রায় ১৬ মাস। ১৯৬২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে প্রথম টেস্ট খেলেন বুথ। ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে শতরানের দেখাও পান তিনি। সে ম্যাচের প্রথম ইনিংসে ১১২ রান করেন বুথ। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৯ রান করেন তিনি। এমনকি পরের টেস্টে মেলবোর্নেও শতক হাঁকান তিনি।

ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার খুব একটা দীর্ঘ হয়নি বুথের। ১৯৬৬ সালের জানুয়ারিতে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষেই শেষ টেস্ট খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের ক্যারিয়ারে ১০ ফিফটির পাশাপাশি ছিল ৫ শতকের ইনিংস।

ডানহাতি ব্যাটার বুথকে ক্রীড়াপ্রেমীরা বিশেষভাবে মনে রাখবে তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি সেঞ্চুরির জন্য। প্রথমটি ব্রিসবেনে ১৬৯ ও দ্বিতীয়টি সিডনি টেস্টে ১০২ রানে অপরাজিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS