সোবহানার ব্যাটে বাংলাদেশের লড়াই, অস্ট্রেলিয়াকে ১৯৯ রানের লক্ষ্য

সোবহানার ব্যাটে বাংলাদেশের লড়াই, অস্ট্রেলিয়াকে ১৯৯ রানের লক্ষ্য

নারী বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। টানা তিন হারের পর এমন কঠিন সমীকরণে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাখাপত্তনমে মাঠে নেমে লড়াকু পুঁজি পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।সোবহানা মোস্তারির অনবদ্য এক ইনিংসে ভর করে প্রতিপক্ষকে ১৯৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাঘিনীরা।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে দলের ভিত গড়ে দেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। ফারজানা হক পিংকিকে (৮) নিয়ে উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করেন তিনি। এরপর শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে গড়েন ইনিংসের সর্বোচ্চ ৪১ রানের জুটি। তবে ৮ চারে ৪৪ রানের একটি চমৎকার ইনিংস খেলে ফিফটির কাছে এসে ঝিলিক আউট হতেই নামে ব্যাটিং বিপর্যয়।

ঝিলিকের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলীয় ১৩১ রানে ৬ উইকেট হারিয়ে একসময় ১৭০ রান করা নিয়েই জেগেছিল শঙ্কা।

তবে এক প্রান্ত ধরে ছিলেন সোবহানা মোস্তারি। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মাঝেও তিনি অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে একাই লড়ে যান। বাজে ফিল্ডিংয়ের সুযোগ কাজে লাগিয়ে লোয়ার-অর্ডারের ব্যাটারদের নিয়ে দলকে টেনে তোলেন তিনি। শেষদিকে ফারিয়া তৃষ্ণাকে (১*) সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়েন, যেখানে মোস্তারির একারই অবদান ছিল ২৫ রান।

বিশ্বকাপে এটি সোবহানার দ্বিতীয় ফিফটি। ৯টি চারের সাহায্যে নির্ধারিত ওভার শেষে তিনি ৬৬ রানে অপরাজিত থাকেন। তার এই বীরোচিত ইনিংসের সৌজন্যেই বাংলাদেশ অলআউট হওয়া থেকে বেঁচে যায় এবং একটি সম্মানজনক সংগ্রহ পায়।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলেই গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালেনা কিং ও জর্জিয়া ওয়ারেহাম ২টি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS