ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি

ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি

কৃষ্ণ সাগর উপকূলীয় বড় শহর ওডেসার মেয়র জেনাডি ত্রুখানোভের নাগরিকত্ব কেড়ে নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ত্রুখানোভের রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করেছেন এই অভিযোগে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।খবর আল জাজিরার।  

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ এক টেলিগ্রাম বার্তায় ওডেসার মেয়র জেনাডি ত্রুখানোভের ইউক্রেনীয় নাগরিকত্ব স্থগিত করা হয়েছে। তিনি ‘আক্রমণকারী দেশের (রাশিয়া) বৈধ আন্তর্জাতিক পাসপোর্ট’ ধারণ করেছেন।

ইউক্রেনের আইন অনুযায়ী, দেশটির নাগরিকরা রাশিয়ার নাগরিকত্ব নিতে পারবেন না। এই পদক্ষেপের ফলে ত্রুখানোভকে দেশের বাইরে পাঠানো হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, এসবিইউ প্রধান যিনি সীমান্ত ও ফ্রন্ট লাইন রাশিয়ান এজেন্ট নেটওয়ার্ক ও সহযোগিদের মোকাবিলার বিষয়ে প্রতিবেদন তৈরি করেছিলেন, তিনি তার সঙ্গে বৈঠক করেছেন। প্রেসিডেন্ট বলেছেন, ওডেসায় দীর্ঘদিন ধরে অনেক নিরাপত্তা সমস্যা সমাধান হয়নি। বিস্তারিত ব্যাখ্যা না দিলেও জেলেনস্কি বুঝিয়েছেন, মেয়র জেনাডি ত্রুখানোভের অবহেলার কারণে তাদের নিরাপত্তা নিয়ে সমস্যা পড়তে হয়েছে।  

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ২০১৪ সাল থেকে ওডেসার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা জেনাডি ত্রুখানোভের। তিনি বারবার রাশিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগ অস্বীকার করেছেন। যদিও সামাজিক মাধ্যমে তার পাসপোর্টের ছবি ছড়িয়ে পড়েছে, যা তার রাশিয়ার নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে।

এক টেলিগ্রামে ভিডিও বার্তায় বলেন, আমি কখনো রাশিয়ার পাসপোর্ট নিইনি। আমি একজন ইউক্রেনীয় নাগরিক। তিনি আরও জানিয়েছেন, যতক্ষণ সম্ভব নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন চালিয়ে যাবেন এবং এই বিষয়টি আদালতে নেবেন।

ইউক্রেনের সাবেক সংসদ সদস্য ত্রুখানোভ একসময়ে প্রো-রাশিয়ান ভাবমূর্তির নেতা ছিলেন। ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর তিনি নীতি পরিবর্তন করে মস্কোর সমালোচনা করতে শুরু করেন। ওডেসার প্রতিরক্ষা ও ইউক্রেনীয় সেনাদের সহায়তায় তিনি ব্যাপক ভূমিকা পালন করেন।

ত্রুখানোভের নাগরিকত্ব প্রত্যাহারের পর প্রেসিডেন্ট জেলেনস্কি শহরের প্রশাসন পরিচালনায় সামরিক প্রশাসন নিয়োগ দিয়েছেন। ওডেসার জনসংখ্যা প্রায় ১০ লাখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS