দক্ষিণ কোরিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল

দক্ষিণ কোরিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল

এশিয়া সফরে এসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে স্বাগতিকদের নাকানি-চুবানি খাইয়েছে সেলেসাওরা।প্রথমার্ধে দুইবার তাদের জালে বল পাঠানোর পর দ্বিতীয়ার্ধেও গোল পান রদ্রিগো ও এস্তেবাও। শেষদিকে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ গোলে জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।  

বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচটিতে ৫-০ ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ব্রাজিল। দলটির হয়ে দুটি করে গোল করেন রদ্রিগো ও এস্তেবাও। বাকি গোলটি করেন ভিনিসিয়ুস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সফরকারীরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের মাত্র ১২ মিনিটেই গোলের দেখা পায় তারা। রদ্রিগোর তৈরি করা মুভ থেকে দারুণ এক পাস দেন ব্রুনো গিমারেস, আর সেই বল ঠান্ডা মাথায় জালে ঠেলে দেন এস্তেভাও। পাঁচ মিনিট পরই ব্যবধান বাড়াতে পারতেন কাসেমিরো, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় তার গোল।

গোল হজমের পর দক্ষিণ কোরিয়া চেষ্টা করে ম্যাচে ফিরে আসার। সন হিউং-মিনকে লক্ষ্য করে আক্রমণ সাজাতে চেয়েছিল তারা, তবে ব্রাজিলের রক্ষণভাগ ভাঙতে পারেনি। প্রথমার্ধে হোয়াং ইন-বিওমের শটটি ছিল তাদের একমাত্র চেষ্টা, সেটিও পোস্টের বাইরে দিয়ে যায়।

অন্যদিকে ব্রাজিলের আক্রমণ চলতেই থাকে। ৪০তম মিনিটে আসে দ্বিতীয় গোল। প্রতিপক্ষের বক্সের সামনে টানা চাপে রাখার পর ভিনিসিয়ুস বাম দিক থেকে বক্সে ঢুকে পাস বাড়ান কাসেমিরোর উদ্দেশে, যিনি বলটা পাঠিয়ে দেন রদ্রিগোর পায়ে। ঠান্ডা মাথায় গোল কর ব্যবধান করেন দ্বিগুণ করতে ভুল করেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

বিরতির পরও ছন্দ ধরে রাখে ব্রাজিল। মাঠে নেমেই তিন মিনিটের মধ্যে দুই গোল আদায় করে নেন তারা। ৪৭তম মিনিটে কোরিয়া ডিফেন্ডারের ভুলে বক্সেই বল পেয়ে যান এস্তেবাও। নিখুঁত শটে জাল খুঁজে নিতে ভুল করেননি সেলেসাও ফরোয়ার্ড। ৪৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন রদ্রিগো। কাসেমিরো থেকে বল নিয়ে তার উদ্দেশে বাড়ান ভিনিসিয়ুস। দারুন শটে গোল করতে ভুলেননি রিয়াল তারকা।  

৭৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস। প্রতিআক্রমণ থেকে বল একাই টেনে নিয়ে বক্সে গিয়ে প্রতিপক্ষে ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS