ভারতের ২ ক্রিকেটারের বিরুদ্ধে পুলিশ পেটানোর অভিযোগ

ভারতের ২ ক্রিকেটারের বিরুদ্ধে পুলিশ পেটানোর অভিযোগ

ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর রঞ্জি ট্রফি। এই টুর্নামেন্টের দুই ক্রিকেটারের বিরুদ্ধে দেশটির উত্তরপ্রদেশের মিরাটে দুই পুলিশকে পেটানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার দুই দিন আগে এই দুই ক্রিকেটারের সঙ্গেই খারাপ ব্যবহার করার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তার কয়েক দিন পরেই ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুই পেশাদার ক্রিকেটার বিনীত পাওয়ার এবং প্রশান্ত চৌধুরীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বরুণ শর্মা এবং জিতেন্দ্র কুমার নামে দুই অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর। ক্রিকেটারদের অভিযোগ, ওই পুলিশ সদস্যরা তাদের মারধর করেছেন। তাই গত ১৪ মে রাতে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, সেদিন মাঠে অনুশীলন করছিলেন বিনীত পাওয়ার এবং প্রশান্ত চৌধুরী। সেই সময়ে ক্রিকেট অ্যাকাডেমির মূল গেট অবরুদ্ধ করে গাড়ি রাখেন ওই দুই পুলিশকর্মী। যেটি নিয়ে ক্রিকেটাররা প্রশ্ন তোলায় পুলিশ সদস্যরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা কেবল মুখের কথায় আটকে থাকেনি, মারামারিতে রুপ নেয়।

এই ঘটনায় রঞ্জির এই দুই ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্যদের সাসপেন্ড করার পরেই নতুন একটি ভিডিও সামনে এসেছে। যেখানে এই দুই ক্রিকেটারকেই দেখা গেছে, জুতা দিয়ে দুই পুলিশকর্মীকে মারছেন। এখনও পর্যন্ত দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়নি। তবে এক পুলিশকর্তার দাবি, ভিডিও ফুটেজ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS