আর্জেন্টিনার সঙ্গে চুক্তি, তৃণমূল ফুটবল নিয়ে বড় পরিকল্পনায় বাফুফে

আর্জেন্টিনার সঙ্গে চুক্তি, তৃণমূল ফুটবল নিয়ে বড় পরিকল্পনায় বাফুফে

বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় সিক্ত আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের পর থেকেই এই দেশে ভালো কিছু করার পরিকল্পনা জানায়। এই ব্যাপারে কথা বলেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও।তিনি জানান দেশের ফুটবলের উন্নয়নে চুক্তি রয়েছে আর্জেন্টিনার সঙ্গে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেলা ফুটবলারদের দেখতে ছুটে এসেছেন।  

আজ বাংলাদেশ সময় বেলা ১১টায় যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ উদ্বোধনের সময় একথা বলেন। একই অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শামস-উল-হুদা ফুটবল একাডেমির ‘ভাষা সৈনিক মুসা ভবনের’ উদ্বোধন করেন আর্জেন্টিনার এম্বাসেডর মারসেলো কারলোস সিসা।

তাবিথ আউয়াল বলেন, আমরা চাই, শামস্-উল-হুদা ফুটবল একাডেমি যা করছে, তাতে গ্রামপর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠই চাই। আমরা তৃণমূল পর্যায়ের ফুটবলারদের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ছয়শ ফুটবলার অংশ নিয়েছে। এটা একটি বড় রেকর্ড।

বাফুফে সভাপতি আরও বলেন, বাফুফের অন্তর্ভূক্ত রয়েছে ২২২টি একাডেমি। প্রতিটি একাডেমির পেছনে বাফুফে কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকে। কারণ গ্রাসরুটস লেভেলে আমাদের খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এসব ফুটবলারের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই।

এসময় স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান অতিথি মি. মারসেলো কারলোস সিসা বলেন, বাংলাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফুটবল খেলা হয়। এখানে ধনী-গরিব, ছোট-বড় সব স্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসে। ফুটবল খেলার আনন্দ সকলেই ভাগাভাগি করে নেয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশে ফুটবলের সফলতা আসবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS