ফ্লাইট জটিলতা শেষে নিরাপদে ঢাকায় যুবা দল

ফ্লাইট জটিলতা শেষে নিরাপদে ঢাকায় যুবা দল

বৈরী আবহাওয়ার কারণে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলকে। আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পরিস্থিতির কারণে যুবা দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট (6E 1105) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

দ্বিতীয় যাত্রায় অবশ্য রাত পৌনে ৮টায় ঢাকায় এসে পৌছায় ফ্লাইটটি। বিমানবন্দরে নেমে সরাসরি দলের যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)।

এর আগে প্রথম চেষ্টায় বাংলাদেশকে বহনকারী বিমানটি ঢাকায় নামার অনেকক্ষণ চেষ্টা করে। কিন্তু অবতরণ করতে না পেরে পরে কলকাতায় ফিরে যেতে বাধ্য হয়। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর ফের রওনা করে ফ্লাইটটি।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে এর আগে ভারতের অরুণাচলে যায় বাংলাদেশ দল। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২ গোলে এগিয়ে থাকার পরও ২-২ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। পরের ম্যাচে অবশ্য ভুটানকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দেন নাজমুল হুদা ফয়সাল-মোর্শেদ আলীরা। সেমিফাইনালে বাংলাদেশের বাধা হতে পারেনি নেপাল। তাদের হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠে লাল-সবুজের দল।

ফাইনালে স্বাগতিক ভারতের সঙ্গে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। তবে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র করে অতিথিরা। এর পর টাইব্রেকারে প্রথম তিনটি সফল স্পট কিকের পরও জিততে পারেনি গোলাম রাব্বানী ছোটনের দল। এর মধ্যে ভারতের দ্বিতীয় শট আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন। এগিয়ে গেলেও শেষের দুটি শটে লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ। ফাইনাল হারের কষ্ট নিয়েই দেশে ফিরতে হয় যুবা দলকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS