জাপানি প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে পেল বাফুফে, তিন বছরে বাঁচবে দেড় কোটি টাকা

জাপানি প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে পেল বাফুফে, তিন বছরে বাঁচবে দেড় কোটি টাকা

বাংলাদেশের ফুটবলে সাধারণত মলতেনের বল ব্যবহার করা হয়। জাপানি এই প্রতিষ্ঠান থেকে এতদিন তৃতীয় পক্ষের মাধ্যমে বল কিনতে হতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-কে।ফলে বাড়তি টাকা খরচ হতো।  

আজ বাফুফে ভবনে মলতেনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে বাফুফের বছরে প্রায় ৫০ লাখ টাকা বাঁচবে, তিন বছরের চুক্তিতে যার পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ কোটি টাকা। সঙ্গে বছরে ২ হাজার বল ফ্রিও পাবে বাফুফে।  

চুক্তি অনুযায়ী, মলতেন প্রতি বছর বাফুফেকে ৪ হাজারটি ফুটবল সরবরাহ করবে। এর মধ্যে ২ হাজারটি বল ফ্রি, আর বাকি ২ হাজার বল  কিনতে হবে, তবে সেক্ষেত্রেও বিশেষ ছাড় পাওয়া যাবে। চুক্তি অনুযায়ী, বাফুফেকে ৬০০টি ‘এফফাইভএন ৫০০০ সিরিজ’, ‘১৪ শ এফফাইভএন ৩৫৫৫ সিরিজ’ এবং ২ হাজারটি ‘এফফাইভএন ১০০০ সিরিজ’ এর বল সরবরাহ করবে জাপানি প্রতিষ্ঠানটি।  

বাফুফের সহ-সভাপতি এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, “গত বছর এএফসি থেকে পাওয়া অর্থ দিয়ে আমরা ৩ হাজার ১২৪টি বল কিনেছি। এবার সেই একই বাজেটে পাচ্ছি ৪ হাজারটি। এতে করে বছরে আমাদের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হচ্ছে। এর মানে, তিন বছরে আমরা প্রায় দেড় কোটি টাকা খরচ বাঁচাতে পারব। ”

তিনি আরও বলেন, “গত বছর এক কোটি ৩০ লাখ টাকায় এক মৌসুমের জন্য বল কিনতে হয়েছিল। এবার সেই পরিমাণ টাকায় আরও ভালো মানের এবং অধিক সংখ্যক বল পাচ্ছি। ”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী, মলতেন কর্পোরেশনের এশিয়া অঞ্চল প্রধান তাকাশি ওজাকিু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS