‘ঢাকার ধারণক্ষমতার ছয় গুণ বেশি যানবাহন’

‘ঢাকার ধারণক্ষমতার ছয় গুণ বেশি যানবাহন’

ঢাকায় ধারণক্ষমতার ছয় গুণ বেশি যানবাহন প্রতিদিন চলাচল করছে। এতে একদিকে ধুলা ও হর্নের কারণে পরিবেশ দূষণ হচ্ছে অন্যদিকে মানুষ অসুস্থ হয়ে পড়ছে।

শুক্রবার (১৯ মে) হাতিরঝিলে এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ মন্তব্য করেন। তিনি জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পরিবেশবান্ধব সাইকেল র‌্যালির উদ্বোধন করেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, পরিবেশের সুরক্ষার পাশাপাশি স্বাস্থ্যও ভালো রাখতে হবে আমাদের। আর পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্যও ভালো থাকবে। সাইকেল এবং হাঁটা কোনোটাতেই পরিবেশের কোনো ক্ষতি হয় না।

তিনি বলেন, সাইকেলের মাধ্যমে দুটি উপকার হয়। একদিকে পরিবেশ ভালো থাকে, অপর দিকে স্বাস্থ্য ভালো থাকে। সাইকেল চলাচলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। তাই আমাদের নগর-পরিকল্পনায় এ বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ডিএমপি ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। সাইকেল র‌্যালির আয়োজন করে ব্র্যাক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS