আবাহনীর হারে শিরোপা মোহামেডানের

আবাহনীর হারে শিরোপা মোহামেডানের

২৩ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের আনন্দ সাদাকালো শিবিরে

২০০২ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের শীর্ষ লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ২-১ গোলে হেরে গেলে, তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব পায় সাদাকালোরা।

চ্যাম্পিয়ন মোহামেডানের পয়েন্ট এখন ৩৮। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। তাদের লক্ষ্য এখন রানার্সআপ হওয়া। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ২৫, ফলে শেষ তিন রাউন্ডে সেই লড়াই হবে জমজমাট।

ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে আবাহনী। ১১তম মিনিটে ফর্টিসের ওমার বাবুর শট বাধা পায় আবাহনীর রক্ষণে। ১৮ মিনিটের মাথায় বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। মাঠে পানি জমে যাওয়ায় স্বাভাবিক খেলায়ও ছন্দপতন ঘটে।

ম্যাচে ফেরার পর পেনাল্টি থেকে ফর্টিসকে এগিয়ে দেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমার। দ্বিতীয়ার্ধে আবাহনী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ফর্টিসের শক্ত রক্ষণ দেয়াল টপকাতে পারেনি তারা।

৭৫তম মিনিটে ফর্টিসের খেলোয়াড় মঞ্জুর রহমান মানিক প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন। তবে ১০ জনের দলে পরিণত হয়েও ফর্টিস ব্যবধান বাড়ায় ৭৬ মিনিটে সাজেদ জুম্মন নিঝুমের দূরপাল্লার দুর্দান্ত শটে।

৭৮তম মিনিটে একমাত্র গোলটি শোধ দেন মোহাম্মদ হৃদয়, রাফায়েল আগুস্তোর ফ্রি কিকে হেড করে। তবে ততক্ষণে মোহামেডানের উৎসব শুরু হয়ে গেছে।

২০০৭ সালে লিগ পেশাদার রূপ নেওয়ার পর বহুবার চেষ্টা করেও শিরোপা স্পর্শ করতে পারেনি মোহামেডান। গত মৌসুমেও তারা দ্বিতীয় হয়েছিল। এবার সেই অপেক্ষার অবসান ঘটাল ঐতিহ্যবাহী দলটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS